প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য, (ডিডিসি, প্রতিমন্ত্রী মর্যাদা, বৃহত্তর চট্টগ্রামের উন্নয়ন সমন্বয়কারী) রশিদ মিয়া বিএ ইন্তেকাল করায় মহেশখালী উপজেলা বিএনপি পরিবারের পক্ষ থেকে উপজেলা বিএনপির অাহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান  অালহাজ্ব অাবু বক্কর ছিদ্দিক গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সাথে সাথে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মহান আল্লাহর কাছে জান্নাতবাসী করার প্রার্থনা করেন।

শোক বিবৃতিতে আরো উল্লেখ করেন মরহুম রশিদ মিয়া ছিলেন রাজনীতি ও উন্নয়নের রোল মডেল। যার কারণে মৃত্যুর পরও তিনি মহেশখালী-কুতুবদিয়া এবং কক্সবাজার জেলার সকল মানুষের মনের গভীরে স্থান করে নিয়েছেন আপন কৃতকর্মে। বিবৃতিতে নবগঠিত মহেশখালী উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি জানান, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিশ্বস্ত সহচর নির্লোভ, নিরহংকারী এই রাজনীতিক সেবককে মহেশখালী বিএনপি পরিবার বিএনপিতে তাঁহার অবদানকে আজীবন শ্রদ্বাভরে স্মরণ করবে এবং তাঁহার আদর্শ লালনে সচেষ্ট থাকবে। উল্লেখ্য গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে বার্ধক্য জনিত রোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।