সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজার জেলা বারের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন (সোহেলে) এর সাথে সাক্ষাত করেছেন কক্সবাজার জেলা আইনজীবী সহকারী (এডভোকেট ক্লার্ক) সমিতির নেতৃবৃন্দ।
সমিতির সভাপতি মোহাম্মদ হাছানের নেতৃত্বে বুধবার (২৮ ফেব্রুয়ারী) বিকালে সম্পাদকের কার্যালয়ে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।
সাক্ষাত শেষে সংক্ষিপ্ত সভায় আইনজীবী সহকারীদের উদ্দেশ্যে নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইকবালুর রশিদ আমিন (সোহেলে) বলেন, দল- মত নির্বিশেষে আমি সবার হয়ে কাজ করতে চাই। যে যার অবস্থান থেকে আমাকে সহযোগিতা করুন। আইনজীবী, আইনজীবী সহকারীসহ বার সংশ্লিষ্ট সকলের জন্য আমি আন্তরিকভাবে কাজ করব। আইনজীবী সহকারীরাও তাকে সার্বিক সহায়তার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন- সহ-সভাপতি মহিউদ্দিন, নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজ আহমদ জিসান, সহ-সাধারণ সম্পাক সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক আতাউল ইসলাম, নির্বাহী সদস্য ফোরকান আহম্মেদ খোকন, হেলাল উদ্দিন চৌধুরী, মোহাম্মদ তুহিন, জিয়াউর রহমান, এরশাদ উল্লাহ, মনোরঞ্জন সুশীল, মোহাম্মদ এমরান, রশিদ আহমদ হুমায়ুন, আমানত শাহ, মেজর ফরিদ প্রমুখ।