ডেস্ক নিউজ:
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সাইবার বুলিং ঠেকাতে না পারার কারণে মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে তরুণরা। চিলড্রেন সোসাইটির সাম্প্রতিক এক গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে।
গবেষণায় ১১ থেকে ২৫ বছর বয়সী মোট ১ হাজার ৮৯ জন অংশ নেন। এদের মধ্যে প্রায় সবাই বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা খুবই অশ্লীল ও বাজে মেসেজ পেয়ে থাকেন। অনেক সময় ই-মেইলের মাধ্যমেও অশ্লীল মেসেজ পান তারা।
গবেষণায় অংশ নেওয়া ৮৩ শতাংশ মনে করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর উচিত এসব সমস্যা সমাধানে আরও সক্রিয়ভাবে কাজ করা। তাহলে এগুলো অনেকটা কমে আসবে।
এ সম্পর্কে গবেষণায় অংশ নেওয়া ১৫ বছর বয়সী এক তরুণী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর এসব সমস্যা সমাধানে আরও দ্রুততার সঙ্গে কাজ করা উচিত। এ সম্পর্কিত কোনও অভিযোগ দিনের পর দিন সময় নিয়ে মূল্যায়ন করা উচিত নয়। তারা চাইলে যেকোনও অভিযোগ সরাসরি আমলে নিতে পারে।
ওই তরুণী আরও বলেন, এই সমস্যার বিষয়টি বড়দের জানালে তারা আইডি ডিলিট করে দেওয়ার কথা বলেন। কিন্তু নিজে কোনও ভুল না করার পরও আইডি ডিলিট করাটা অনেক কষ্টের।

সাইবার বুলিং কমানোর জন্য গবেষণায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে কয়েকটি সুপারিশ করা হয়েছে। এগুলো হলো-

১. যেকোনও সাইবার বুলিংয়ের অভিযোগে ২৪ ঘণ্টার মধ্যে সাড়া প্রদান

২. অনলাইনে ব্যবহার কেমন হবে সে বিষয়ে অল্প বয়সী ব্যবহারকারীদের সঠিক দিক-নির্দেশনা প্রদান

৩. যে আইন ভাঙবে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া

সূত্র: বিবিসি