প্রেস বিজ্ঞপ্তি :

উখিয়া উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সোনার পাড়া উচ্চ বিদ্যালয় কক্সবাজার জেলায় শ্রেষ্ঠ হলেন। মঙ্গলবার কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত তিনদিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী দিনে সোনার পাড়া উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক মুহাম্মদ আআজিজুল হক এর হাতে সম্মাননাসুচক ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা। এছাড়া ব্যক্তি ও প্রতিষ্ঠান ভিত্তিক ১৯টি ক্যাটাগরিতে আরও ৪২টি পুরস্কার দেওয়া হয়। পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে মেলা প্রাঙ্গণে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই প্রকল্প এবং জেলা প্রশাসন আয়োজিত তিনদিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। জেলা প্রশাসক মোঃ আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কক্সবাজার সরকারী কলেজের অধ্যক্ষ একে এম ফজলুল করিম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো: গোলাম রুহুল কুদ্দুসসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসটি) মুহম্মদ আশরাফ হোসেন।