সাইফুল ইসলাম :

কক্সবাজার বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে ১২হাজার ৪৪০ পিস ইয়াবাসহ ৫জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চৌকষ অভিযানকারী দল। ২৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বেলা সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে অভিযান চালিয়ে ৩ হাজার ২৪০ পিস ইয়াবসহ কক্সবাজার সদর উপজেলার ৬নং ওয়ার্ড বিজিবি ক্যাম্প এলাকার মৃত হাজী ছৈয়দ আহমদের ছেলে মো. নজরুল ইসলাম (২৯) কে আটক করা হয়। একই দিন বিকেল ৫ টার দিকে ফের অভিযান চালিয়ে টেকনাফ গোদার বিল ৬নং ওয়ার্ডের মো. ইসমাইল হোসেন এর ছেলে মো. ছলিম (২০), একই উপজেলার ইসলামাবাদ ৪নং ওয়ার্ডের মো. সুলতান আহমদের ছেলে মো. নাহিস লাদেন (১৯), একই এলাকার স্বামী মো. সুলতান আহমদের স্ত্রী নুর মেহের বেগম (৩৯) ও পশ্চিম গোদার বিল ৬নং ওয়ার্ডের মৃত আব্দুল মতলবের ছেলে মো. হোসেন (৬০) কে ৯ হাজার ২’শ পিস ইয়াবাসহ তাদেরকেও আটক করা হয়। কক্সবাজার জেলা মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে উক্ত ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,১৯৯০ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক কক্সবাজার সদর থানায় দুইটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।