সংবাদ বিজ্ঞপ্তি :

গত ২৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিত কক্সবাজার জেলা আইনজীবী সমিতির কার্যকরি পরিষদের নির্বাচনে আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে আমি দ্বিতীয়বারেরমতো সভাপতি নির্বাচিত হওয়ায় সর্ব প্রথম মহান আল্লাহ রাব্বুল আলামীনের প্রতি অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। পাশাপাশি আইনজীবী সমিতির সকল সদস্য এবং শুভানুধ্যায়ীসহ সংশ্লিষ্ট সবার প্রতি অশেষ কৃতজ্ঞতাও জানাচ্ছি।

বিশেষ করে শত প্রতিকুলতা ডিঙ্গিয়ে আমাকে এই ঐতিহাসিক বিজয় উপহার দেয়ার জন্য অভিনন্দন রইলো নবাগত তরুণ আইনজীবী বন্ধুদের প্রতি। যারা কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বলিষ্ট ভুমিকা পালনের জন্য ইতিহাসের অংশ হয়ে থাকবেন। সেইসাথে সভাপতি হিসেবে সমিতির দায়িত্ব পালনে দল-মত নির্বিশেষে সকল আইনজীবী বন্ধুদের সার্বিক সহযোগিতা কামনা করছি।