আল মাহমুদ ভূট্টো:
ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০১৭ এর আওতায় রামুতে নতুন ভোটার নিবন্ধিত হয়েছে চার হাজার ৫৯৪ জন, মৃত্যুজনিত বা স্থানান্তরের কারনে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে দুই হাজার ৬৩৪ জন এবং অন্য উপজেলা থেকে স্থানান্তরিত হয়ে সংযুক্ত হয়েছে ২১১ জন ভোটার। নতুন নিবন্ধিত ভোটারসহ রামু উপজেলার মোট ভোটার সংখ্যা এক লক্ষ ৫৩ হাজার ৪৭৭।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,
ঈদগড় ইউনিয়নে নতুন নিবন্ধিত ভোটার ২৫৮ জন, মৃত্যুজনিত বা স্থানান্তরের কারনে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ১৮১ জন এবং অন্য উপজেলা থেকে স্থানান্তরিত হয়ে সংযুক্ত হয়েছে পাঁচ জন ভোটার। নতুন নিবন্ধিত ভোটারসহ ঈদগড় ইউনিয়নে মোট ভোটার সংখ্যা নয় হাজার ৯১৪।
গর্জনিয়া ইউনিয়নে নতুন নিবন্ধিত ভোটার ২৬৩ জন, মৃত্যুজনিত বা স্থানান্তরের কারনে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ২০৫ জন এবং অন্য উপজেলা থেকে স্থানান্তরিত হয়ে সংযুক্ত হয়েছে নয় জন ভোটার। নতুন নিবন্ধিত ভোটারসহ গর্জনিয়া ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৬২৩।
কচ্ছপিয়া ইউনিয়নে নতুন নিবন্ধিত ভোটার ৩৫৭ জন, মৃত্যুজনিত বা স্থানান্তরের কারনে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ২২৬ জন এবং অন্য উপজেলা থেকে স্থানান্তরিত হয়ে সংযুক্ত হয়েছে দশ জন ভোটার। নতুন নিবন্ধিত ভোটারসহ কচ্ছপিয়া ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৪৪৮।
কাউয়ারখোপ ইউনিয়নে নতুন নিবন্ধিত ভোটার ১৭৩ জন, মৃত্যুজনিত বা স্থানান্তরের কারনে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ২৪৯ জন এবং অন্য উপজেলা থেকে স্থানান্তরিত হয়ে সংযুক্ত হয়েছে আট জন ভোটার। নতুন নিবন্ধিত ভোটারসহ কাউয়ারখোপ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৯৭২।
ফতেখাঁরকুল ইউনিয়নে নতুন নিবন্ধিত ভোটার ৫৫৫ জন, মৃত্যুজনিত বা স্থানান্তরের কারনে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ১৩৯ জন এবং অন্য উপজেলা থেকে স্থানান্তরিত হয়ে সংযুক্ত হয়েছে ৪৩ জন ভোটার। নতুন নিবন্ধিত ভোটারসহ ফতেখাঁরকুল ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৪২।
রাজারকুল ইউনিয়নে নতুন নিবন্ধিত ভোটার ৪৩০ জন, মৃত্যুজনিত বা স্থানান্তরের কারনে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ২৯৫ জন এবং অন্য উপজেলা থেকে স্থানান্তরিত হয়ে সংযুক্ত হয়েছে ২০ জন ভোটার। নতুন নিবন্ধিত ভোটারসহ রাজারকুল ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৩৬৬।
দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে নতুন নিবন্ধিত ভোটার ৫২৯ জন, মৃত্যুজনিত বা স্থানান্তরের কারনে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ২৫২ জন এবং অন্য উপজেলা থেকে স্থানান্তরিত হয়ে সংযুক্ত হয়েছে ১৬ জন ভোটার। নতুন নিবন্ধিত ভোটারসহ দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৬৯৭।
খুনিয়াপালং ইউনিয়নে নতুন নিবন্ধিত ভোটার ৭২৫ জন, মৃত্যুজনিত বা স্থানান্তরের কারনে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ৩৪০ জন এবং অন্য উপজেলা থেকে স্থানান্তরিত হয়ে সংযুক্ত হয়েছে ২৭ জন ভোটার। নতুন নিবন্ধিত ভোটারসহ খুনিয়াপালং ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৫৯১।
চাকমারকুল ইউনিয়নে নতুন নিবন্ধিত ভোটার ৪১২ জন, মৃত্যুজনিত বা স্থানান্তরের কারনে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ২৫৭ জন এবং অন্য উপজেলা থেকে স্থানান্তরিত হয়ে সংযুক্ত হয়েছে ১৪ জন ভোটার। নতুন নিবন্ধিত ভোটারসহ চাকমারকুল ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৪৭১।
রশিদনগর ইউনিয়নে নতুন নিবন্ধিত ভোটার ৩৭২ জন, মৃত্যুজনিত বা স্থানান্তরের কারনে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ১৮৯ জন এবং অন্য উপজেলা থেকে স্থানান্তরিত হয়ে সংযুক্ত হয়েছে ২৪ জন ভোটার। নতুন নিবন্ধিত ভোটারসহ রশিদনগর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ২৫০।
জোয়ারিয়ানালা ইউনিয়নে নতুন নিবন্ধিত ভোটার ৫২০ জন, মৃত্যুজনিত বা স্থানান্তরের কারনে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ৩০১ জন এবং অন্য উপজেলা থেকে স্থানান্তরিত হয়ে সংযুক্ত হয়েছে ৩৫ জন ভোটার। নতুন নিবন্ধিত ভোটারসহ জোয়ারিয়ানালা ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৩০৩।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।