বান্দরবান প্রতিনিধি:
বান্দরবান কারিগরী প্রশিক্ষণ (টিটিসি) কেন্দ্রে শুরু হয়েছে ৪ মাস ব্যাপী হংকং এর ক্যান্টনিজ ভাষার প্রশিক্ষণ কর্মসূচী। মঙ্গলবার সকালে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা। অভিবাসনে পিছিয়ে পড়া বান্দরবান জেলা হতে বিদেশ গমনেচ্ছুক পাহাড়ী কর্মীদের হংকং এর ক্যান্টনিজ ভাষায় পারদর্শী করে তুলতে এ ৪ মাস ব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। বান্দরবান মেঘলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌঃ মোঃ মাহতাব উদ্দিন পাটয়ারীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা: অং সুই প্রু মারমা, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রথমবারের মতো আয়োজিত হংকং এর ক্যান্টনিজ ভাষায় প্রশিক্ষণে অংশ নিচ্ছে বান্দরবান জেলার দুর্গম অঞ্চলের ১৫ জন পাহাড়ী নারী।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।