প্রেস বিজ্ঞপ্তি :  গত ২৬ ফেব্রুয়ারী  হতে ২৭ ফেব্রুয়ারী  ভোর ০৬.০০ টা পর্যন্ত  অফিসার ইনচার্জ  মোঃ ফরিদ উদ্দিন খন্দকার এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত)  মোঃ কামরুল আজম, পুলিশ পরিদর্শক (অপারেশনস্ এ্যান্ড কমিউনিটি পুলিশিং)  মোঃ মাইন উদ্দিন, পুলিশ পরিদর্শক (আইসিপি) জনাব মোঃ খায়রুজ্জামান, এসআই এমরান হোসেন, এসআই মোঃ খালেদ, এসআই আতিকুর রহমান, এসআই দীপক কুমার সিংহ, এএসআই দেলোয়ার হোসেন, এএসআই রাশেদ খাঁন, এএসআই আবুল হাসান, এএসআই রাজীব বৈরাগী সঙ্গীয় ফোর্স এবং ঈদগা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভূইয়া, এএসআই আহসান মোর্শেদ, এএসআই লিটুনুর রহমান জয় সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর-০১, মোবাইল কোর্ট সাজা-০১ এবং নিয়মিত মামলার-০৪ জন সহ সর্বমোট ০৬ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন ১। মোঃ রশিদ আহমদ, পিতা- মৃত নাজির হোসেন মিস্ত্রী, সাং- মধ্যম মাইজপাড়া ঈদগাঁও, ২। জসীম উদ্দিন, পিতা- মনজুর আলম, সাং- দরগাহ পাড়া, ঈদগাঁও, ৩। মোঃ রাশেল প্রঃ আপেল, পিতা- জাহাদু প্রঃ হাত ভাঙ্গা জাহাদু, সাং- জাগির পাড়া, ঈদগাঁও, সর্বথানা ও জেলা- কক্সবাজার, ৪। রশিদ আহমদ, পিতা- মৃত নাজির হোসেন মিস্ত্রী সাং- মধ্যম মাইজপাড়া, ঈদগাঁও, থানা ও জেলা- কক্সবাজার, ৫। মোঃ বদি আলম, পিতা- মৃত মীর কাশেম, সাং- সাহিতিক্যা পল্লী, কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা- কক্সবাজার, ৬। ভুটো, পিতা- আব্দুর রহমান মিস্ত্রী, সাং- লিংক রোড, কোনার পাড়া, থানা ও জেলা- কক্সবাজারদ¦য়কে বিভিন্ন মামলায় গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।

এব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকার জানান, অব্যাহত অভিযান পরিচালনা করে পরোয়ানাভূক্ত পলাতক আসামী সহ থানা এলাকার ছিনতাইকারীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে এলাকার জনসাধারন ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিত করা হবে এবং- চুরি, ছিনতাই ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।