সংবাদ বিজ্ঞপ্তি:
শিশু এক অপার বিস্ময়। শিশুর অপার বিস্ময়বোধ, অসীম কৌতূহল, অফুরন্ত আনন্দ, উদ্যম, নতুনত্ব, নমনীয়তা, শেখার ক্ষমতা ও সর্বোপরি সৃজনশীল মানবিক বৃত্তির সুষ্ঠু বিকাশ সাধনে ক্রীড়া ও সাহিত্য সংস্কৃতি চর্চা জীবনের সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের কর্তব্য হচ্ছে প্রতিটি শিশুর মধ্যে যে সমৃদ্ধতম সম্ভাবনা সমূহ রয়েছে তার সর্বাধিক অভিব্যক্তি ও বিকাশ ঘটানো।
সোমবার (২৬ ফেব্রুয়ারী) কক্সবাজার ল্যাবরেটরি স্কুলের সপ্তাহ ব্যাপী বার্ষিক ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী দিবসে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের অতিথিরা শিক্ষার্থী, অভিভাবক এবং সুধিমন্ডলীর উদ্দেশ্যে কথাগুলো বলেন।
বিদ্যালয়ের নিজস্ব মাঠে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি।
বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার সরকারী কলেজের অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি কামরুল ইসলাম কাজল, কক্সবাজার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোহাম্মদ সোলাইমান কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও অভিভাবক মোহাম্মদ শাহীন আবদুর রহমান চৌধুরী, বিভাগীয় বন কর্মকর্তা (দক্ষিণ বনবিভাগ) আলী কবির, বিদ্যালয়ের পরিচালক মোহাম্মদ হাসান ও জয়নাব বেগম জেনি প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাহবুবুল আলম। পুরস্কার বিতরনী শেষে বিদ্যালয়ের সাংস্কৃতিক দল কর্তৃক সংগীত ম্যাগাজিন অনুষ্ঠান “প্রজাপতির ডানা” শিশুদের আপন জনগনের ঐতিহাসিক অতীতের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার উপর ভিত্তি করে রচিত নাটক “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” এবং সুকুমার রায় রচিত বিখ্যাত হাসির নাটক “অবাক জলপান’ পরিবেশিত হয়। উপস্থিত অতিথিবৃন্দ ও সুধীমন্ডলী ছাত্র ছাত্রীদের মনোমুগ্ধকর পরিবেশনায় মুগ্ধতা প্রকাশ করেন
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।