ইমাম খাইর, সিবিএন:
কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উচ্চমান সহকারী দেলোয়ার হোসেন, প্রকাশ পেশকার দেলোয়ারের প্রথম নামাজে জানাজা সোমবার (২৬ ফেব্রুয়ারী) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

এরপর রাতেই দ্বিতীয় জানাজা চকরিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের সিকদারপাড়া জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

প্রথম নামাজে জানাজাপূর্ব সংক্ষিপ্ত সভায় জেলা প্রশাসক মোঃ আলী হোসাইন মরহুমের কর্মময় জীবনের উপর বক্তব্য দেন। সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি জেলা প্রশাসক হিসেবে খুব কাছ থেকে দেলোয়ার সাহেবকে দেখেছি। তাকে ৩ বছরের মতো পেয়েছি। ব্যক্তি হিসেবে তিনি খুবই অমায়িক, ভদ্র ও কর্মঠ ছিলেন। কারো সাথে বিরূপ আচরণ করতে দেখিনি।

জেলা প্রশাসক বলেন, দেলোয়ার সাহেবকে সব কাজই খুবই সততা ও দক্ষতার সাথে করতেন। তিনি আমার বিশ্বস্ত ও কাছের সহকর্মী ছিলেন। আমি কক্সবাজার থেকে বিদায়ের বেলায় দেলোয়ারের মৃত্যুতে খুবই শোকাহত। অাগামী ৫ তারিখ হয়তো অামার বিদায়।নতুন ডিসি যোগদান করবেন। এই সময়ে সহকর্মীর মৃত্যু ভুলতে পারবনা।

জানাজায় মরহুমের ভাতিজা মোহাম্মদ জুবাইর (রাসেল) ও কক্সবাজার সরকারী উচ্চবিদ্যালয়ে নবম শ্রেনীতে পড়ুয়া একমাত্র ছেলে সার্জিল আবেগাপ্লুত ভাষায় বক্তব্য রাখেন। তারা মরহুমের জন্য ক্ষমা দোয়া চান।

নামাজে জানাজায় ইমামতি করেন কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা সুলাইমান কাসেমী।

কক্সবাজার জেলা প্রশাসনের সকল অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন জানাজায়  অংশ গ্রহণ করেন।

দেলোয়ার হোসেন রবিবার (২৫ ফেব্রুয়ারী) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এর আগে গত বৃহস্পতিবার অফিসে কর্মরত অবস্থায় হার্টএ্যাটাকে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৫০ বছর।

তার একমাত্র ছেলে কক্সবাজার সরকারী উচ্চবিদ্যালয় এবং একমাত্র মেয়ে চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে এল.এল.বিতে পড়াশুনা করছে। মরহুম দেলোয়ার হোসেন কুতুবদিয়ার বড়ঘোপ এলাকার বাসিন্দা মরহুম আজিজুর রহমান সওদাগরের ৪র্থ পুত্র।