ডেস্ক নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাস ও লরির সংঘর্ষে নয়জন নিহত হয়েছেন। এ সময় অাহত হয়েছেন অন্তত ২৫ জন। সোমবার বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ওসি কাইয়ুম আলী শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার বেলা দেড়টার দিকে উপজেলার চিবরদী মুগরাপাড়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। নিহত চারজনের মরদেহ সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে রাখা হয়েছে।
আহতদের মধ্যে ১৮ জনকে বেলা ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর আগেই তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন আরও এক নারীর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মুরগা পাড়া এলাকায় যাত্রীবাহী একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। এতে আহত হয় কমপক্ষে ২৫ জন। তাদের মধ্যে ১৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে পাঁচজনের মৃত্যু হয়।
হাসপাতালের ক্যাজুয়ালটি ব্লকের চিকিৎসক ডা. আশরাফ উদ্দিন খান জাগো নিউজকে বলেন, হাসপাতালে অানার আগেই চারজনের মৃত্যু হয়েছে। এখানে চিকিৎসাধীন অবস্থায় এক নারী মারা গেছেন। তবে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন অন্তত আরও কয়েকজন। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।
ঢামেকের পুলিশ উপ-পরিদর্শক বাচ্চু মিয়া জাগো নিউজকে বলেন, বাসটি যাত্রাবাড়ী থেকে কক্সবাজার যাচ্ছিল। পথে মুরগা পাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরিকে ধাক্কা দেয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।