সিবিএন:
কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উচ্চমান সহকারী দেলোয়ার হোসেন, প্রকাশ পেশকার দেলোয়ারের নামাজে জানাজা সোমবার (২৬ ফেব্রুয়ারী) দিবাগত রাত ৯টার সময় কক্সবাজার জেলা প্রশাসক ভবনের সামনে অনুষ্ঠিত হবে।
মরহুমের ভাতিজা মোহাম্মদ জুবাইর (রাসেল) আজ বিকাল ৩ টার দিকে মুঠোফোনে সিবিএনকে এ তথ্য নিশ্চিত করেছে।
তিনি বলেন, আমরা লাশবাহী এ্যাম্বুলেন্সসহ সকাল ৭টায় ঢাকা থেকে রওয়ানা হয়েছি। এখন চট্টগ্রাম পর্যন্ত পৌঁছেছি।
বিকাল ৫ টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরী মাঠে জানাজা হওয়ার কথা থাকলেও সম্ভব হবেনা। সব দিক বিবেচনা করে রাত ৯ টায় জানাজার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
দেলোয়ার হোসেন রবিবার (২৫ ফেব্রুয়ারী) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এর আগে গত বৃহস্পতিবার অফিসে কর্মরত অবস্থায় হার্টএ্যাটাকে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।
মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৫০ বছর। তিনি ১ ছেলে ১ মেয়ের জনক। দেলোয়ার হোসেন কুতুবদিয়ার বড়ঘোপ এলাকার বাসিন্দা মরহুম আজিজুর রহমান সওদাগরের ৪র্থ পুত্র।