সিবিএন:
কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উচ্চমান সহকারী দেলোয়ার হোসেন গতরাত ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন ( ইন্নালিল্লাহে—–রাজেউন)। দেলোয়ার হোসেন গত শনিবার অফিসে কর্মরত অবস্থায় হার্টএ্যাটাকে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয় এবং ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতরাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবার ও জেলা প্রশাসনের শোকে ছায়া নেমে এসেছে।
আজ সোমবার বিকাল ৫ টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরী মাঠ ও সন্ধ্যা ৭ টায় চকরিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের সিকদারপাড়া গ্রামে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।