হুমায়ূন রশিদ, টেকনাফ:
টেকনাফে সড়ক দূঘর্টনায় টমটম ও সিএনজিকে ধাক্কা দেওয়ার পর মাইক্রো খাদে পড়ে ১০জন যাত্রী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, ২৫ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০টারদিকে টেকনাফ হতে কক্সবাজারগামী একটি মাইক্রোবাস (চট্টমেট্টো-চ-১১-২২২৯) গাড়িটি হ্নীলা আলীখালী রাস্তার মাথায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি টমটমকে ধাক্কা দিলে উল্টে যায়।
এরপর আরো একটি নাম্বারহীন মাহিন্দ্রারাকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ৩টি যানবাহনের ১০জন যাত্রী আহত ও রক্তাক্ত হয়। তাদের দ্রুত উদ্ধার করে শরণার্থী ক্যাম্প হাসপাতাল ও উপজেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।