আবদুর রাজ্জাক/ হারুনর রশিদ :
কক্সবাজারের মহেশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ টি দেশীয় তৈরী একনলা লম্বা বন্দুক,৪ রাউন্ড গুলি,১’ শত লিটার চোলাইমদ ও বিপুল পরিমান মদ তৈরীর সরঞ্জামাদিসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। রবিবার(২৫ ফেব্রুয়ারী) দুপুরে মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের নলবিলা পাহাড়ি এলাকায় মদ তৈরীর আস্তানায় অভিযান চালিয়ে অস্ত্র,গুলি,চোলাই মদ ও সরঞ্জামাদিসহ তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলেন,উপজেলার ছোট মহেশখালী সিপাহীর পাড়ার আবদু শুক্কুরের পুত্র সাইফ উদ্দীন(২২),একই এলাকার আব্দুল বশরের পুত্র ফরিদ আলম(৩৫) ও বড় মহেশখালী দেবেঙ্গা পাড়ার আব্দুল মোনাফের পুত্র মো মোবারক হোসেন(২৭)।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ (পিপিএম) বার জানান,রবিবার(২৫ ফেব্রুয়ারী) দুপুর ১২ টা ২০ মিনিটের সময় এস,আই রাজু ও এএসআই সজিব দত্তের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের নলবিলা পাহাড়ি এলাকায় মদ তৈরীর আস্তানায় অভিযান চালিয়ে ৩ টি দেশীয় তৈরী একনলা লম্বা বন্দুক,৪ রাউন্ড গুলি,১’ শত লিটার চোলাই মদ ও বিপুল পরিমান চোলাই মদ তৈরীর সরঞ্জামাদিসহ মাদক ব্যাবসায়ী সাইফ উদ্দীন,ফরিদ আলম ও মো মোবারক হোসেনকে আটক করে। তাদের গ্রেফতারে এলাকাবাসীর মাঝে স্বস্হি ফিরে এসেছে এবং এলাকায় মিষ্টি বিতরন চলছে।
আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মহেশখালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা যায়।