সিবিএন :

 “প্রধানমন্ত্রী স্বর্ণপদক” পেলেন রামুর নিগার রাশিদা। রামু সমিতি-ঢাকার সভাপতি নুর মোহাম্মদের কন্যা নিগার রাশিদা ২০১৬ সালে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় হতে সর্বোচ্চ সিজিপিএ পেয়ে স্নাতক ডিগ্রী অর্জন করেন।

আজ প্রধানমন্ত্রী কার্যালয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত উচ্চ শিক্ষায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনুষদগুলোতে সর্বোচ্চ নম্বর পাওয়া শিক্ষার্থীদের ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ বিতরণ অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিগার রাশিদাকে এই পদকে ভূষিত করেন।

এ বছর পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ২৬৫ জন কৃতী শিক্ষার্থী স্ব-স্ব অনুষদে সর্বোচ্চ নম্বর/ সিজিপিএ অর্জনের স্বীকৃতি হিসাবে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পেয়েছেন। ২০১৫ সালের জন্য ১২৪ জন এবং ২০১৬ সালের জন্য ১৪১ শিক্ষার্থী এ পদকে ভূষিত হন।

নিগার রাশিদার স্বামী ইঞ্জিনিয়ার মোঃ লিমান আশহাদ ও “প্রধানমন্ত্রী স্বর্ণপদক” অর্জন করেন।

নুর মোহাম্মদ ও শাহানা নুর দম্পতির সন্তান নিগার রাশিদা রামু সমিতির আজীবন সদস্য ও লিমান আশহাদ অনারারি সদস্য। নিগারের বড় দুই বোন নুসরাত রাশিদা ও নিশাত রাশিদা উচ্চ-শিক্ষায় অষ্ট্রেলিয়াতে অধ্যয়নরত আছেন।

নিগার রাশিদা’র এই অর্জনে রামু সমিতির পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন রামু সমিতি-ঢাকার সাধারণ সম্পাদক সুজন শর্মা। তিনি নিগারের উত্তরোত্তর সফলতা কামনা করে বলেন, “এই অর্জন আমরা রামুবাসীকে গর্বিত করেছে।“

প্রচার-প্রকাশনা সম্পাদক মোহিব্বুল মোক্তাদীর তানিম স্বাক্ষরিত অভিনন্দন বার্তায় রামু সমিতি কার্যকরী পরিষদ আশা প্রকাশ করে বলেন, এভাবেই কক্সবাজার তথা রামুর বর্তমান ও আগত প্রজন্ম দেশ-বিদেশ আলোকিত করবে।