ইমাম খাইর, সিবিএন:
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন এডভোকেট এবিএম মহিউদ্দিন। তার প্রাপ্ত ভোট ৩৭৪।

নিকটতম প্রার্থী বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলের মঞ্জুরুল ইসলাম ২০৫ ভোট পান।

সম্পাদকীয় পদে সর্বোচ্চ ভোট প্রাপ্তিতে দ্বিতীয় অবস্থানে রয়েছেন সাধারণ সম্পাদক ইকবালুর রশিদ আমিন (সোহেল)। তার প্রাপ্ত ভোট ৩৫১। তৃতীয় অবস্থানে রয়েছেন নবনির্বাচিত পাঠাগার সম্পাদক মোহাম্মদ আবুল হোছন। তার প্রাপ্ত ভোট ৩২৯।

শনিবার (২৪ ফেব্রুয়ারী) সকাল ১০টা বেলা ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলে। দীর্ঘ ভোট গননা শেষে রাত ১১টার দিকে ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার এম. শাহজাহান।

নির্বাচনে ১৭ পদের বিপরীতে দুই প্যানেলের হয়ে ৩৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।

সভাপতি-সম্পাদকসহ সংখ্যাগরিষ্ঠ পদে আওয়ামীলীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেল বিজয়ী হয়েছে।

অপরদিকে দুইজন সহ-সভাপতিসহ বিএনপি-জামায়াত সমর্থিতরা ৭ পদে বিজয়ী হয়েছে।

প্রতিদ্বন্দ্বি দুই প্যানেলের বাইরে সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জাকারিয়া ১৮ ভোট পান।

সদস্য পদে সমান ভোট পাওয়ায় আবু মুছা মোহাম্মদ প্রথম ৬ মাস এবং ইমরুল কায়েস (মানিক)  শেষের ৬ মাস দায়িত্ব পালনের সিদ্ধান্ত হয়।

এবারের ভোটার সংখ্যা ৬৩২। ভোট কাস্ট হয় ৫৮৪টি। গতবারের ভোটার সংখ্যা ছিল ৬৫২। অনুপস্থিত ছিল ৪৮ ভোট।

এতে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন এম. শাহজাহান। সহকারী প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বাবু শ্যামল কান্তি চৌধুরী।

নির্বাচন কমিশনার ছিলেন- মোহাম্মদ বাকের, মোহাম্মদ রাশেদুল ইসলাম, মোহাম্মদ নুর-উল আলম, ফরিদ আহমদ ও মোহাম্মদ সিরাজ উল্লাহ।

বিজয় পরবর্তী সাইমুম সরওয়ার কমল এমপিসহ শুভার্থীদের সাথে এডভোকেট এবিএম মহিউদ্দিন।

এদিকে সর্বোচ্চ ভোটে আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত করায় আইনজীবী ভাই ও বোনেরাসহ যারা সার্বক্ষণিক, নিরলসভাবে সমর্থন, দোয়া ও মূল্যবান ভোট দিয়ে সম্মান দিয়েছেন, তাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এডভোকেট এবিএম মহিউদ্দিন।