আনোয়ার হোছাইন ঈদগাঁও:
কক্সবাজার সদরের ইসলামাবাদের রাজঘাট বনে পড়ে থাকা অজ্ঞাত লাশটি একদিন পর উদ্ধার করেছে পুলিশ। রবিবার ২৫ ফেব্রয়ারি সকাল ৯ টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় মেম্বার সিরাজ জানান, ঈদগাঁও পুলিশের আইসি মিনহাজ মাহমুদ ভূইয়ার নেতৃত্বে পুলিশ দল রবিবার সকাল ৯ টার দিকে কক্সবাজার উত্তর বনবিভাগের অধীন রাজঘাট বনবিটের আওতাভূক্ত বামঝিরি চাইল্লাতলি নামক বনের ভেতর থেকে পড়ে থাকাবস্থায় অজ্ঞাত লাশটি উদ্ধার করেন। লাশের বয়স আনুমানিক ৫০ বছর হবে। লাশের শরীরের উপরাংশে শার্ট থাকলেও নিম্নাংশ ছিলো দিগম্বর।
ঘটনাস্থলে যাওয়া ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি পরিদর্শক মিনহাজ মাহমুদ ভূইয়া লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, লোকমুখে শোনা যাচ্ছে, মৃত লোকটিকে বিভিন্ন সময় ইসলামপুর নতুন অফিস বাজারে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘুরতে দেখেছেন লোকজন। তবে সঠিক পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।