শাহিদ মোস্তফা শাহিদ,কক্সবাজার সদর :
কক্সবাজার সদরের জালালাবাদ থেকে ৮৫ লিটার চোলাইমদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।২৪ ফেব্রুয়ারী রাত আনুমানিক ৮ টার দিকে বাশঘাটাস্থ জালালাবাদ হাদেমরচর এলাকার জনৈক ব্যক্তির বসত বাড়ি থেকে এ মদগুলো উদ্ধার করতে পারলেও আসল ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হয়েছে।আটককৃত মাদক ব্যবসায়ী একই এলাকার নবাব মিয়ার পুত্র আবুল কালাম(৩৮) ও ইসলামাবাদ হরিপুর এলাকার সুনীল দের পুত্র টিটু দে (৩০)। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়া জানান,গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত কেন্দ্রের এসআই শাহাজ উদ্দীন এএসআই লিটনুর রহমান জয়ের নেতৃত্বে একদল পুলিশ উক্ত মাদকের আস্তানায় অভিযান চালায়।এ সময় আসল মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও আটক করা হয়েছে তার অপর দুই সহযোগীকে।এ রিপোর্ট লিখা পর্যন্ত আটকৃতরা পুলিশ হেফাজতে রয়েছে।ইনচার্জ মিনহাজ মাহমুদ আরো জানায়, মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো ট্রলারেন্স। যতবড় প্রভাবশালী হোক মাদকের সাথে জড়িত থাকলে রেহায় নেই।আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে বলে জানান এস আই শাহাজ উদ্দীন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।