এম আবুহেনা সাগর ,ঈদগাঁও :

জেলার প্রাচীনতম বিদ্যাপীট ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৭১ বছরের পূর্তি উৎসবকে ঘিরে প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উচ্ছাসের আমেজ বিরাজ করছে। আসন্ন মার্চ মাসের ৯ ও ১০ তারিখ পূর্তি উৎসবকে সামনে রেখে উদযাপন কমিটিসহ নানান উপ কমিটি নানাবিদ কার্যক্রম নিয়ে সফল ও স্বার্থক করার লক্ষে পুরোদমে এগিয়ে যাচ্ছে। ফরম জমা দেওয়ার তারিখ শেষ হওয়া সক্তেও দূরবর্তীর প্রাক্তন শিক্ষার্থীরা তড়িগড়ি করে ফরম পূরন করে চলছেই। এমনকি বিভিন্ন ব্যাচের প্রতিনিধিরা পুরনো স্কুলের বন্ধুদের সাথে যোগাযোগ রক্ষা করে যাচ্ছে প্রতিক্ষনে প্রতিমুহুতে। এ পূর্তি উৎসবকে ঘিরে ঈদগাঁও বাজারের কবিরাজ মার্কেটের দ্বিতীয় তলায় ইউনিটি কার্যালয়ে প্রতিদিন সন্ধ্যার দিকে সরগরমে পরিনত হয়ে পড়ে প্রাক্তন শিক্ষার্থীদের। সেই ১৯৭১ থেকে এ পর্যন্ত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় হয়ে বেরিয়ে আসা প্রাক্তন ছাত্রদের পূর্নমিলন ঐতিহাসিক আকারে রুপ নেওয়ার লক্ষে নানা প্রস্তুতিও থেমে নেই। উৎসবের দিন যতই ঘনিয়ে আসছে ততই পুরনো বন্ধুদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা বেড়েই চলছে। এভাবে চলমান রয়েছে উৎসবের কর্মকান্ড। আবার ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথের দেওয়ালে পূর্তি উৎসবের নানা কারুকাজ বা আল্পনায় পূর্নমিলনকে আরো একধাপ এগিয়ে নিয়েছে। যেন বিদ্যালয়টি নবসাজে সাজতে যাচ্ছে। এদিকে প্রাক্তন শিক্ষার্থীদের যোগাযোগের সুবিধার্থে বিদ্যালয়ের নামে ওয়েবসাইট করে সব তথ্যাধি সেখান থেকে অনায়াসে সংগ্রহ করার সূর্বন সুযোগ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ওয়েবসাইট উপ কমিটির আহবায়ক ১৯৯৭ ব্যাচের শিক্ষার্থী ইত্যাদিখ্যাত শিক্ষক নুরুল ইসলাম আমাদের ককসবাজারকে জানান, ম্যাগাজিন, গেন্জি, ক্যাপ,ব্যাগ,পোষ্টার,লিফলেট,নিবন্ধন কার্ড তৈরীর কাজ পুরোদমে এগিয়ে চলছে বলে জানান। এদিকে ককসবাজার সদর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ২০০১ ব্যাচের শিক্ষার্থী রাজিবুল হক চৌধুরী রিকো জানান, দীর্ঘ ১৭ বছর পর পুরনো বন্ধুদের এক সাথে দেখার সুযোগ হয়েছে। মান অভিমান কাটিয়ে এক বন্ধনে আবদ্ব হয়ে আনন্দ হবে পূর্তি উৎসবে। আযোজন কমিটিকে ধন্যবাদ জানান তিনি। অপরদিকে ২০০২ ব্যাচের শিক্ষার্থী ঈদগাহ রিপোর্টার্স সোসাইটির সাবেক সভাপতি এম আবুহেনা সাগর,ব্যবসায়ী গফুর আলম, মফিজুল ইসলাম জানান,পূর্তি উৎসবের কারনে ছড়িয়ে ছিড়িয়ে থাকা বন্ধুদের সাথে মেলবন্ধনের সৃষ্টি হবে। তার জন্য আয়োজক কমিটির প্রতি কৃতঙ্ঘতা প্রকাশ করছেন তারা। সবমিলিয়ে এ বিদ্যালয়ের ৭১বছর পূর্তি উৎসব সফল ও স্বার্থক হোক এ প্রত্যাশা সকলের।