প্রেস বিজ্ঞপ্তি:
আশেক উল্লাহ রফিক এমপি বলেছেন, শিক্ষার পাশাপাশি ছেলে-মেয়েদের ক্রীড়া সাংস্কৃতিক দিক দিয়েও এগিয়ে নিতে হবে। নতুন প্রজন্মের জন্যই আগামি দিন অপেক্ষা করছে। এতে নিজেদের প্রস্তুত করতে শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতির বিকল্প নেই।
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা ছেলে-মেয়েদের বিদ্যালয়ে পাঠান খরচ যোগাবে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই দেশ পরিচালনা করছেন। বছরের প্রথম দিনেই তিনি শিক্ষার্থীদের হাতে পৌছে দিচ্ছেন বিনামুল্যের বই।
তিনি আরো বলেন, আপনারা নিয়মিত আপনাদের সন্তানদের ব্যাপারে খোঁজ খবর রাখুন। আপনার সন্তান কোন বিপদগামী হচ্ছে কিনা তা তদারক করুন। নিজের ছেলে-মেয়েদের মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলুন। দেশের শিক্ষা ব্যবস্থা যখন এগিয়ে যাচ্ছে তখনই শিক্ষা ব্যবস্থাকে ধংস করতে একটি চক্র জঙ্গিবাদ সৃষ্টি করে দেশে বিশৃংখলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। সবাইকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।
তিনি শনিবার বিকাল ৫টায় হোয়ানক ধলঘাট পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহাব উদ্দিন শান্ত’র সভাপতিত্বে অনুষ্ঠিত পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন হোয়ানক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আলম, উপজেলা যুবলীগের আহবায়ক সাজেদুল করিম, হোয়ানক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর আলম জফুর, ছোট মহেশখালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল করিম, আজিজুল হক, জিল্লুর রহমান মিন্টু মেম্বার, খোরশেদ আলম, সামিদুল ইসলাম, নুরুল কবির মেম্বার, জেলা ছাত্রলীগ নেতা সরওয়ার কাইছার ছিদ্দিকী সোহেল, আবু তালেব, মোজাম্মেল হক বাহাদুর, শাহনেওয়াজ, নুর মোহাম্মদ বাদশা, আহমদ কবির, মোঃ ছিদ্দিক, নজরুল ইসলাম ও সাহেল মোঃ আশেক।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।