উখিয়া কলেজের আইসিটি ল্যাবের উদ্বোধনকালে এমপি বদি
নিজস্ব প্রতিবেদকঃ
উখিয়া কলেজে কোটি টাকা ব্যয়ে নব প্রতিষ্ঠিত আইসিটি কম্পিউটার ল্যাবের উদ্বোধন করছেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি। শনিবার সকাল ১১ টায় তিনি এই ল্যাবের উদ্বোধন করেন। উদ্বোধন কালে এমপি বদি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কাজ করছে। তাই এই আইসিটি ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীরা তথ্য প্রযুক্তিতে এগিয়ে যাবে। তিনি আরো বলেন, শিক্ষায় পিছিয়ে থাকা উখিয়াকে এগিয়ে নিতে কলেজের শিক্ষক-শিক্ষিকাদের আরো আন্তরিক ভাবে তাদের দায়িত্ব পালন করতে হবে। তাহলে ডিজিটাল উখিয়া বাস্তবায়ন সম্ভ হবে। আর সেই সাথে শেখ হাসিনার উন্নয়নকে জনগনের সামনে তুলে ধরতে হবে। এসময় আরো বক্তব্য রাখেন, উখিয়া গভর্নিং কমিটির সদস্য অধ্যাপক আদিল উদ্দিন চৌধুরী, রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, কলেজের অধ্যক্ষ ফজলুল করিম, উখিয়া ছাত্রলীগের সাধারন সম্পাদক মকবুল হোসেন মিথুন, আইসিটি শিক্ষক আমানত উল্লাহ প্রমূখ। পরে জাতীয় শিক্ষা সপ্তাহে উখিয়া কলেজ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সভা শেষে ছাত্র-ছাত্রীদের দাবীর প্রেক্ষিতে শহীদ মিনার নির্মানের জন্য ৩ লক্ষ টাকা অনুদান দেন এমপি বদি।