শাহেদ মিজান, সিবিএন:
টমটমের ধাক্কায় বদরমোকাম মসজিদের সাবেক জনপ্রিয় ইমাম ইউনুস ফরাজী দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। শনিবার বেলা পৌনে ৩টার দিকে কক্সবাজার শহরের প্রধান সড়কের বনবিভাগের সম্মুখে এই ঘটনা ঘটে। তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
জুনাইদ নামে এক ব্যক্তি জানান, তিনি আর মাওলানা ইউনুছ ফরাজী একটি মোটর সাইকেলে করে যাচ্ছিলেন। চলার পথে আকস্মিক একটি টমটম তাদেরকে ধাক্কা দেয়। এতে ইউনুস ফরাজী মারাত্মক জখম হন। তার মাথা ও পায়ে দু’টি বড় জখম হয়েছে। অজ্ঞান হয়ে পড়েন তিনি। তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। তবে এই ঘটনায় মোটরসাইকেল চালক জুনাইদ আঘাত পাননি।
এদিকে ইউনুস ফরাজীর দুর্ঘটনার খবর পেয়ে তার শুভাকাঙ্খী, বন্ধু ও সহকর্মীরা হাসপাতালে ছুটে গেছেন। বর্তমানে তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।