এম রমজান আলী মহেশখালী :
মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের মোহাম্মদপুর (তেলীপাড়া) এলাকায় নবনির্মিত জামে মসজিদ উদ্বোধন কালে মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক বলেন, দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সু-যোগ্য তনয়া জননেত্রী শেখ হাসিনা কে আবারো ক্ষমতায় নেওয়া প্রয়োজন কেননা বাংলাদেশ কে উন্নয়নের রোল মডেলে পরিনত করেছে এবং বিশ্বের দরবারে এ দেশ কে আদর্শ রাষ্ট্র হিসাবে পরিচিতি লাভ করিয়েছে। তিনি আরো বলেন, মহেশখালীতে বিভিন্ন মেগা প্রকল্প দিয়ে মহেশখালী বাসিঁকে ধন্য করে তুলেছে। তিনি মসজিদ উদ্ভোধন শেষে এলাকার বিভিন্ন সমস্যার বিষয়টি সরেজমিনে ঘুরে দেখেছেন রাস্তাঘাটের উন্নয়ন, স্লুইজ গেইটের স্থায়ী সমাধান সহ নানান সমস্যা সমাধানের আশ্বস্থ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা ও ছোট মহেশখালী ই্উনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাষ্টার এনামুল করিম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুল আলম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাষ্টার মাহবুব আলম, ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল আলম, এডভোকেট আজম, লিয়াকত আলী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশহাদ উল্লাহ সায়েম, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মোবারেক হোসেন বারেক, সিনিয়র সাংবাদিক এম রমজান আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।