হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ
টেকনাফ পৌর এলাকা কেকেপাড়ার বাসিন্দা আলহাজ্ব মাওলানা জাহেদ হোছাইন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি … রাজিউন।
জুমাবার (২৩ ফেব্রুয়ারী) ভোর রাত সাড়ে ৩ টায় ঢাকা ল্যাব এইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ বাদে এশা টেকনাফ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
মাওলানা জাহেদ হোছাইন কেকেপোড়ার প্রয়াত আলহাজ্ব মাস্টার আবদুর রহীম চৌধুরীর পুত্র।
মৃত্যুকালে তাঁর স্ত্রী, ৪ কন্যা ও একজন পুত্র সন্তান ছিল।
অত্যন্ত বিনয়ী, বন্ধুবৎসল, তাবলীগ পাগল হিসাবে সর্বমহলে পরিচিত মাওলানা জাহেদ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে গত কিছুদিন ধরে ঢাকা-চট্রগ্রামে চিকিৎসাধীন ও শয্যাশায়ী ছিলেন।
তাঁর আকস্মিক মৃত্যু সংবাদে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর একমাত্র পুত্র কেকেপাড়া আয়েশা ছিদ্দিকা (রাঃ) বালিকা মাদ্রাসার পরিচালক আলহাজ্ব হাফেজ মাওঃ এনায়তুর রহীম (০১৮১৯৯৪১০৪৪) জানান, সকাল সাড়ে ৭টায় ঢাকা থেকে টেকনাফের উদ্দেশ্যে রওয়ানা দেয়া হয়েছে।
আয়েশা ছিদ্দিকা বালিকা মাদ্রাসা কমিটির শোক :
টেকনাফ কেকেপাড়া আয়েশা ছিদ্দিকা (রাঃ) বালিকা মাদ্রাসার পরিচালক আলহাজ্ব হাফেজ মাওঃ এনায়তুর রহীমের পিতা আলহাজ্ব মাওঃ জাহেদ হোছাইনের ইন্তেকালে কেকেপাড়া আয়েশা ছিদ্দিকা (রাঃ) বালিকা মাদ্রাসার পরিচালনা কমিটি গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। পরিচালনা কমিটির পক্ষে সেক্রেটারী এক বিবৃতিতে গভীর শোক, মরহুমের আত্নার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।