রফিক মাহমুদ,উখিয়া :
উখিয়ায় সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত স্কুল ছত্র উখিয়া উপজেলার পালং অাদর্শ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনির ছাত্র মুসলিম (১৪)।
জানা যায়, ২২ ফেব্রুয়ারি সকাল ৯ টার দিকে পালং অাদর্শ উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষককের কাছ থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে কোটকাজার ঝাউতলা সড়ক নামক এলাকায় (অটোরিকশা) টম টমের ধক্কায় নিহত হয়। নিহত মুসলিম উখিয়া উপজেলার রুমখা বড়বিল মৌলভি পাড়া এলাকার মৃত মোজ্জাফর অাহমদ এর পুত্র বলে জানা গেছে।
উখিয়ায় টম টমের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।