হেলাল উদ্দিন, টেকনাফ :
টেকনাফের হ্নীলা উচ্চ বিদ্যালয়ে ব্যাপক কর্মসূচীর মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
২১ ফেব্রুয়ারী রাত ১২টা ১মিনিটে ভাষা শহীদের শ্রদ্ধা জানিয়ে শহীদ বেধীতে পূষ্পম্যাল্য অর্পণ, সকাল ৯টায় স্কুলে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় অর্ধ নিমিত কালো ও একাডেমিক পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল ১০টায় স্কুল প্রাঙ্গন হতে এক বিশাল প্রভাত ফেরী বিভিন্ন হ্নীলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্কুল মিলনায়তনে এসে মিলিত হয়। বেলা সাড়ে ১১টায় স্কুল হলরোমে এক আলোচনা সভা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে ও শিক্ষক সিদ্দিক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মাহবুব মোর্শেদ। এতে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সদস্য জাফর আলম সাদেক ও বেলাল উদ্দিন, সিনিয়র শিক্ষক শ্বেতলাল চন্দ্র দাশ, মৌলভী আবুল হোছাইন ফেরদৌসী, কামাল আহমদ, স্কুল শিক্ষক কায়সার হেলাল, শাহ আজিজ, নুরুল হোছাইন ভুট্টো, নুসরাত ফাতেমা, মঈনুল হাসান, শাহেদুর রহমান, প্রবাল শর্মা, নুরুল আলম, নাছির কামাল, দেলোয়ার হোসেন মনজুর ও আজিজা আক্তান প্রমূখ। সভা শেষে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শাহাদাৎ বরণকারী শহীদের আত্নার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
হ্নীলা হাইস্কুলে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে পালিত
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।