হাবিবুর রহমান সোহেল, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবান উপজেলার নাইক্ষ্যংছড়ি ও পার্শবর্তী রামু উপজেলার গর্জনিয়া কচ্ছপিয়াতে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ৫২ এর সকল ভাষা শহীদদের স্মরণে ২১শে ফ্রেব্রুয়ারি শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ। এই দিকে পার্শবর্তী রামুর কচ্ছপিয়া যুবদল ও ছাত্রলীগের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন করা হয়।
কচ্ছপিয়া ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দিন সিকদারের নেতৃত্বে সকাল ৮টা ৩০ মিনিটে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে তাদের নিজ নিজ দলীয় কার্যালয়ের সামনে নেতৃবৃন্দের উপস্থিতিতে বক্তারা ৫২’র ভাষা শহিদের স্মরণে বক্তৃতা প্রদান করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।