এমপি কাজলসহ বিভিন্ন মহলের শোক


মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি :
রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের প্রবীণ আলেমে দ্বীন গর্জনিয়া ইসলামীয়া আলীম মাদ্রাসার সাবেক সহকারী অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ ইসমাঈল ২০ ফেব্রুয়ারি বেলা ৩টার সময় ইউনিয়নের মাঝির কাটাস্থ নিজ বাস ভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন ( ইন্নালিল্লাহে, – – – – – – -রাজেউন)। তিনি বেশ কিছু দিন ধরে রোগে ভোগছিলেন। তাহার মৃত্যু খবর সমাজিক যোগাযোগ মাধ্যম ফেইস বুক ও মাইকে প্রচার করলে এলাকায় নেমে আসে শোকের ছায়া। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি স্ত্রী, ৩ মেয়ে, ৩ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১ঘটিকার সময় স্থানীয় কবরস্থান সংলগ্ন মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্টিত হবে। প্রবীণ এ আলেমে দ্বীন ইসমাঈলের মৃত্যুতে কক্সবাজার সদর রামু ৩ আসনের সাবেক সাংসদ বিএনপির কেন্দ্রীয় মৎস্যজিবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল ওনার আত্মার মাগফেরাত কামনা করে পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। অপরদিকে গর্জনিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান তৈয়ব উল্লাহ, সাবেক চেয়ারম্যান গোলাম মওলা চৌধুরী, সাবেক চেয়ারম্যান ছুরুত আলম চৌধুরী, কচ্ছপিয়ার চেয়ারম্যান আবু ইসমাঈল মোঃ নোমান, ফইজুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মওলানা মোঃ আইয়ুবসহ কচ্ছপিয়া-গর্জনিয়ার গণ্যমান্য ব্যক্তি বিভিন্ন রাজনৈতিক নেতা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা গভীর শোক জানিয়ে বিবৃতি দেন।