শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পলাতক ৬ আসামীসহ এক মাদকসেবীকে আটক করেছে। ২০ ফেব্রুয়ারী গভীর রাতে পৃথক সময়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল ইসলামপুর ইউনিয়নের জুমনগরের হাবিব উল্লাহর পুত্র মনজুর আলম, পূর্ব পোকখালীর মোহাম্মদ কালুর পুত্র কলিম উল্লাহ, ইসলামাবাদ টেক পাড়ার আমির হোছনের পুত্র মাহবুব আলম, নাপিতখালীর আনুমিয়ার পুত্র মনজুর আলম ও তার পুত্র নুরুল হাসান, ইসলামাবাদ পশ্চিম বোয়ালখালীর মনজুর আলমের পুত্র হাছান ও ইউছুপেরখীলের মৃত ছাবের আহমদের পুত্র মোহাম্মদ আলম। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়া জানান, পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পলাতক ও মাদক সেবন অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই দেবাশীষ সরকার, এসআই শাহাজ উদ্দীন, এসআই লিটনুর রহমান জয়, নিজাম উদ্দীন ও নছিম উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের গ্রেফতার করেন। এদিন ইয়াবা সেবন অবস্থায় ইসলামাবাদ পরিষদ সংলগ্ন এলাকা থেকে মোহাম্মদ আলমকে আটক করা হয়। একই দিন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেনের আদালতে সোপর্দ করা হলে মাদক সেবনে জড়িত থাকার দায় স্বীকার করলে সংশ্লিষ্ট ধারায় ৩ মাসের সশ্রম কারাদন্ড দেওযা হয়।