জসিম মাহমুদ, টেকনাফ:
নাস্তার টাকা চেয়ে না পাওয়ায় দাদির সবতঘর পুড়িয়ে দিয়েছে নাতি। এতে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপে সোমবার দুপুরে এই ঘটনা ঘটে।
সাবরাং ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের মেম্বার ছেনুআরা বেগম জানান, দ্বীপের কোনার পাড়ার মৃত হাসান আহম্মদের স্ত্রী হালিমা খাতুনের বসতবাড়িতে এই ঘটনা ঘটেছে।
জানা যায়, দাদীর কাছে নাতি মোঃ সাইফুল (১২) নাস্তা খাওয়ার জন্য টাকা চাইলে দাদী ও নাতি ঝগড়া হয়। নাতি বেশি ঝগড়া করায় দাদী মেয়ের বাড়িতে চলে যায়। পরে সাইফুল বাড়িতে দাদীকে না পেয়ে বাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়।
দাদী হালিমা খাতুন (৫০) জানান ঘরে গোলাভরা চাউল ছিল, মরিচ, টাকা, আসবারপত্র এবং জায়গাজমির গুরুত্বপূর্ণ কাগজ-খতিয়ান আলমালিতে ছিল সব শেষে করে দিল নাতি। প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমার।
সাবরাং ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম রেজু বলেন, শাহ পরীর দ্বীপের রাস্তার সমস্যার কারণে টেকনাফ থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসাও সম্ভব ছিল না।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।