আবদুল মজিদ , চকরিয়া :
চকরিয়া শিল্পকলা একাডেমীর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও শিল্পকলা একাডেমির সভাপতি নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান।
প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম এমএ।
উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম আজাদ, উপমহাদেশের প্রখ্যাত সংগীত শিল্পী চকরিয়ার কৃতি সন্তান সমরজিৎ রায়, চকরিয়ার এনজিও সমন্বয়ক মোহাম্মদ নোমান, চকরিয়া সংগীত নিকেতনের অধ্যক্ষ সন্তোষ কুমার সুশীল, বেতার শিল্প নওশাদ, অধ্যাপক সেন্টু কুমার চৌধুরী, চকরিয়া শিল্পকলা একাডেমির পরিচালক ওস্তাদ রাজীব বড়ুয়া প্রমূখ। অনুষ্ঠানের এক পর্যায়ে চকরিয়া শিল্পকলা একাডেমির কার্যক্রম উদ্বোধন করায় মোবাইলে অডিও কলের মাধ্যমে সকলকে শুভেচ্ছা জ্ঞাপন ও সহযোগিতার আশ্বাস দেন দেশের প্রখ্যাত শিল্পী রবি চৌধুরী, তপন চৌধুরী ও কুমার বিশ্বজিৎ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।