কায়সার হামিদ মানিক,উখিয়া :
গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৪০ হাজার পিচ ইয়াবা,গাড়ীসহ ৫ জনকে আটক করেছে।
জানা যায়, উখিয়া থানার সেকেন্ড অফিসার এস আই খাজা মাঈন উদ্দিন ও সহকারী উপ- পরিদর্শক মোঃ সাজ্জাদের নেতৃত্বে একদল পুলিশ সোমবার ভোর রাত সাড়ে ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী ইউনিয়নের থাইংখালী রহমতেরবিল এলাকা থেকে ঢাকা গামী ঢাকা মেট্রো- ঘ ১৩ – ৫৯২৩ নাম্বার গাড়ীটি ইয়াবার চালান নিয়ে ঢাকা যাওয়ার পথে উখিয়া সী- লাইন কাউন্টারের সামনে পৌছলে গাড়ীটি গতিরোধ করে। এসময় তল্লাসি চালিয়ে ৪০ হাজার পিচ ইয়াবাসহ ৫ পাচারকারী কে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হলেন ঢাকা রাজবাড়ী এলাকার বানীবাহ গ্রামের মোঃ আকরামের ছেলে রুবেল মিয়া (২৫), কক্সবাজার উত্তর রুমালিয়ার ছড়ার মোঃ ইলিয়াছের ছেলে মোঃ সাইফুল ইসলাম (২৮), জামাল পুর জেলার ছুটিয়ার পাড়া গ্রামের আব্দুল গফুরের মেয়ে তাছলিমা ইয়াছমিন (২৩) ঢাকা মিরপুর এলাকার আব্দুর রহমানের স্ত্রী নাসরিন বেলী (২৬) ও সাহিদা বেগম (৪৫)। এব্যাপারে জানতে চাইলে উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের বলেন আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।