প্রেসবিজ্ঞপ্তি,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, অমর একুশে ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে রামুতে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে এক প্রস্তুতি সভা সাংসদ কমলের বাসভবন ‘ওসমান ভবন’ এর হল রুমে সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিত হয়েছে।
প্রবীন আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা ফরিদ আহমদ মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২১ শে ফেব্রুয়ারি দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। সভায় বক্তব্য রাখেন, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান, যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম, রামু স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক তপন মল্লিক, কচ্ছপিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু মোঃ ইসমাইল নোমান, যুবলীগ নেতা নবিউল হক আরকান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম সম্পাদক, সাংসদ কমলের একান্ত সচিব আবু বক্কর ছিদ্দিক, ফতেখাঁরকুল সভাপতি আজিজুল হক আজিজ, তাঁতীলীগ সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, মৎসজীবিলীগ সভাপতি মোঃ সেলিম, সাধারণ সম্পাদক সুজষ বড়–য়া টাপু, বঙ্গবন্ধু সৈনিকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফরহাদ, বঙ্গবন্ধু ছাত্রপরিষদের সভাপতি একরামুল হাসান ইয়াছিন, ছাত্রলীগ নেতা রিয়াদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা মুফিদ, নাছির, জাকের হোছন প্রমুখ নেতৃবৃন্দ।
গৃহিত কর্মসূচীর মধ্যে রয়েছে ২১ ফেব্রুয়ারি ১২.০১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, সূর্য্যদ্বয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করণ ও কালো পতাকা উত্তোলন, সকাল ৭ টায় কালো ব্যাজ ধারণ, সকাল ৮ টায় জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য দান। উক্ত সভায় কর্মসূচী সফল করতে রামু উপজেলা আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ ও সহযোগি-অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত থাকার বিশেষ আহবান জানানো হয়।