হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:
টেকনাফে কীটনাশকযুক্ত মশারী বিতরণ উদ্বোধন হয়েছে। ম্যালেরিয়া নির্মূল কর্মসূচীর আওতায় একলাব কীটনাশকযুক্ত মশারী বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করছে।
১৮ ফেব্রুয়ারী একটি সভা হ্নীলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ম্যালেরিয়া নির্মূল কর্মসূচীর উপজেলা ম্যানেজার জিয়াউল হক সরকারের সঞ্চালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন হ্নীলা ইউপির চেয়ারম্যান প্যানেল-১ আবুল হোসেন মেম্বার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপেক্সের মেডিকেল অফিসার ডাঃ প্রণয় রুদ্র, হ্নীলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালাম, হ্নীলা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদুর রহমান।
একলাব ম্যালেরিয়া নির্মূল কর্মসূচীর প্রজেক্ট ম্যানেজার মাহবুবুল আলম ভুইয়া বলেন, ‘টেকনাফ উপজেলায় কীটনাশকযুক্ত মশারী বিতরণের কাজ শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় বিগত ৩ বছরের মধ্যে হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের ২৮টি গ্রামের মধ্যে যেখানে ম্যালেরিয়া পাওয়া গিয়েছে সেখানে ১২ হাজার ৮৮৮টি কীটনাশকযুক্ত মশারী বিতরণ করা হবে’। ##
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।