সংবাদ বিজ্ঞপ্তি:
একাত্তরের মুক্তিযোদ্ধা কক্সবাজার জেলা কমিটি গঠিত হয়েছে। এতে নুরুল হক বীর প্রতিককে আহবায়ক ও মোজাফ্ফর আহমদকে যুগ্ম-আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ঠ এ কমিটি গঠিত হয়। সম্প্রতি এক সভায় কমিটি অনুমোদন হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- গোলাম রব্বান, ডা. মো. মাহবুব উল আলম, এস এম কামাল, গোলাম মওলা, রনজিত কুমার শীল, সালেহ আহমদ, নুরুল ইসলাম বাঙ্গালী, আনোয়ার হোসেন, আব্দুস সালাম, মংয়াইন রাখাইন, স্বপন চৌধুরী, আবুল হাসেম, গাজী গোলাম মোস্তফা, মনিরুজ্জামান, ছগীর আহমদ, সুলতান আহমদ, মৃণাল চক্রবর্তী, আবু বকর ছিদ্দিক ও মমতাজুল হক। এর মধ্যে কমিটির যুগ্ন আহবায়ক মোজাফ্ফর আহমদ একাত্তরের মুক্তিযোদ্ধা কেন্দ্রিয় কমিটির সদস্য।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান এবং ২০১৭ সালের মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই সম্পূর্ণ বাতিলসহ মুক্তিযোদ্ধার সব তালিকা থেকে ভুয়া অপসারণের দাবীতে সংগঠনটি মাঠে রয়েছে।
একাত্তরের মুক্তিযোদ্ধা কক্সবাজার জেলা কমিটি গঠিত
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।