প্রেস বিজ্ঞপ্তি.

কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদারের চাচা, জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক, মেসার্স এন আলম ফিলিং স্টেশনের স্বত্ত্বাধিকারি নুরুল আলমের পিতা প্রবীন সমাজসেবক হাজ্বী নুর আহমদ সিকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। এক শোক বার্তায় সাংসদ কমল চাকমারকুলের সাবেক চেয়ারম্যান মরহুম আমির হামজা সিকদারের ছোট ভাই হাজ্বী নুর আহমদ সিকদারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

উল্লেখ্য যে, হাজ্বী নুর আহমদ সিকদার গত রবিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে রামুর চাকমারকুল ইউনিয়নের পশ্চিম চাকমারকুলস্থ সিকদার বাড়িতে ইন্তেকাল করেন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) জোহরের নামাজের পর চাকমারকুল জামেয়া দারুল উলুম মাদরাসা মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।