মো: আকতার হোছাইন কুতুবী :
এক দিক দিয়ে তিনি একজন বাংলাদেশের বিখ্যাত ডাক্তার। দায়িত্ব পালন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান হিসেবে। অন্যদিকে তাঁর হৃদয় নিংড়ানো কবিতার মধ্য দিয়ে কবিতা ও ছড়াপ্রেমীদের ব্যাকুল করে তুলছেন। তাঁর লেখনিতে এতবেশি বাস্তবতা ফুটিয়ে তোলেন তাঁর রচিত বইগুলো না পড়লে বুঝা যাবে না। ব্যক্তি জীবনে তিনি একজন সাদাসিধে মানুষ। চমৎকার ভঙ্গিতে রোগী ও কবিতাপ্রেমীদের সাথে কথা বলেন। এবারের বই মেলাতে তাঁর ৮টি বই পাওয়া যাচ্ছে। বইগুলো মোড়ক উন্মোচন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. কামরুল হাসান খান। গতকাল বিকাল ৫টায় সোহরাওয়ার্দি উদ্যান মঞ্চে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কবি অধ্যাপক ডা. মো. আবদুর রহিম রচিত নিত্যনতুন কথামালায় সাজানো বইগুলো হলো: কবিতাগ্রন্থ : স্মৃতির প্রান্তর, মেঘলা আকাশ, মায়াময় ছায়াময় স্নিগ্ধ কুঞ্জবন ও মায়াবী পাহাড়। ছড়াগ্রন্থ : মেঘ পাহাড়ের দেশে, শৈশবের খেলাধুলা, ঝুমকোলতা এবং পিঠাপুলির দেশ। তাঁর রচিত কবিতা ও ছড়াগ্রন্থগুলো পাঠকরা বইমেলার চন্দ্রছাপ ৪১০নং স্টল থেকে সংগ্রহ করছেন। উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আমন্ত্রিত ডাক্তার, কবি, সাহিত্যিক ও এই প্রজন্মের জনপ্রিয় কবি অধ্যাপক ডা. মো. আবদুর রহিমের পাঠকরা উপস্থিত ছিলেন।
কবি অধ্যাপক ডা: আবদুর রহিমের ৮টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।