সংবাদ বিজ্ঞপ্তি:

কক্সবাজার নিউজ ডট কম (সিবিএন) কক্সবাজার জেলার প্রথম ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ট ও নিরপেক্ষ পরিবেশনায় সিবিএন ১০ বছরে পদার্পন করেছে।
বর্তমান সময়ে দক্ষতার মতো চ্যালেঞ্জিং পেশায় নিজেদের অবস্থান ধরে রেখে এ পর্যন্ত আসায় সিবিএন পরিবারের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি।
আমার দেখা মতে, সিবিএন শুধু কক্সবাজার নয়, দেশ ছাড়িয়ে বিশ্বের নানা প্রান্তের বাংলাভাষিদের কাছে খুব পরিচিত ও গ্রহণযোগ্য সংবাদ মাধ্যম। সিবিএন এর সংবাদগুলো নির্মোহ ও অনুসন্ধানী। আপডেট সংবাদ পরিবেশনে সিবিএন কর্তৃপক্ষ সদা তৎপর।
সিবিএন সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী জেলার সংবাদকর্মীদের প্রিয়জন। তার যোগ্য নেতৃত্ব ও দিকনির্দেশনায় সিবিএন জেলায় বিকল্পহীন একটি অনলাইন।
পাঠকের মনের চাহিদা মতো সংবাদ প্রকাশে সিবিএন শতভাগ সফল বলে আমি মনে করি।
বিশেষ করে, রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণের উদ্দেশ্যে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কক্সবাজার আগমনের নিউজ প্রচার ও প্রকাশে যথেষ্ট ভূমিকা ছিল সিবিএন-এর। বেগম জিয়া ঢাকা থেকে বের হয়ে গন্তব্যে ফেরা পর্যন্ত আপডেট সংবাদ ছেপেছে সিবিএন।
সিবিএন-এর মাধ্যমে শুধু জাতীয়তাবাদী পরিবার নয়, পুরো দেশ নতুন ম্যাসেজ পেয়েছে। প্রতিনিয়ত পাচ্ছে।
আমার বিশ্লেষণে সিবিএনকে এতদূর নিয়ে যাওয়ার পেছনে সম্পাদক তো আছেনই, সেই সাথে যুগ্ম-বার্তা সম্পাদক ইমাম খাইর ভাইয়ের ভূমিকা উল্লেখযোগ্য।
সিবিএনকে আপডেট রাখেতে তাকে সর্বদা তৎপর দেখেছি। সিবিএন এর সংবাদ টীমে যারা আছে তারা সকলেই আন্তরিক।
শক্তিশালী একটি টীমের কারণে সিবিএন এগিয়ে যাচ্ছে। এগুবে আরো অনেক দূর।
শুভ কামনা সিবিএন পরিবারের।

শুভেচ্ছান্তে
আবুল বশর বাবু
সাবেক সাধারণ সম্পাদক
কক্সবাজার জেলা আইনজীবী সহকারী (এডভোকেট ক্লার্ক) সমিতি
সহ-সাধারণ সম্পাদক
বাংলাদেশ আইনজীবী সহকারী (এডভোকেট ক্লার্ক) সমিতি
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি
যুগ্ম-সম্পাদক, রামু উপজেলা বিএনপি।
২০১৬ সালের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী
ফঁতেখারকুল ইউপি, রামু, কক্সবাজার।