হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :
লেদা ইবনে আব্বাস (রাঃ) আল-ইসলামিয়া মাদ্রাসার ২দিন ব্যাপী বার্ষিক সভা ১৮ ফেব্রুয়ারী রাত সোয়া ১২টায় সম্পন্ন হয়েছে। এসভায় হেফজ বিভাগের শিক্ষার্থী পবিত্র কুরআন হেফজ সমাপ্তকারী ১৩ জন ক্ষুদে হাফেজকে আনুষ্টানিকভাবে দস্তারবন্ধী বা পাগড়ী প্রদান এবং প্রত্যেক শ্রেনীতে ১ম স্থান অর্জনকারী ৯ জন, ২য় স্থান অর্জনকারী ১০ জন, ৩য় স্থান অর্জনকারী ৯ জন, নুরানী বিভাগের ১৫ জন কৃতী শিক্ষার্থীদের পুরস্কার দেয়া হয়েছে। তাছাড়া কেন্দ্রীয় সনদ পরিক্ষায় অংশ নিয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী হেফজ সমাপ্তকারী ১জন শিক্ষার্থীকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়েছে। দ্বীনি মাহফিলে আগত অতিথিগণ এসব দস্তারবন্দী এবং পুরস্কার বিতরণ করেন।
জানা গেছে, জুমাবার ১৬ ফেব্রæয়ারী সকাল ১১টায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের পর ইবনে আব্বাস (রাঃ) আল-ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্টাতা পরিচালক (মুহতমিম) আলহাজ্ব মাওঃ ক্বারী শাকের আহমদের শুকরিয়া বক্তব্যের মাধ্যমে সভার কাজ শুরু করা হয়। কুরআন-হাদিসের আলোকে ১ম দিন তকরীর পেশ করেন আল্লামা মুফতী হোছাইন আহমদ কাসেমী, হ্নীলা জামিয়া দারুসসুন্নাহ’র ভারপ্রাপ্ত মুহতমিম (পরিচালক) আলহাজ্ব মাওঃ মুফতী আলী আহমদ, ঢাকা গাজীপুর মরকজুল উলুম ক্যাডেট মাদ্রাসার মুহতমিম (পরিচালক) আল্লামা এবিএম নুরুন্নবী নুরী, টাঙ্গাইল ধনবাড়ি মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা রফিকুল ইসলাম,
২য় দিন ১৭ ফেব্রæয়ারী শনিবার তকরীর পেশ করেন ছেপটখালী কা’ব বিন মালেক আল-ইসলামিয়া মাদ্রাসার মুহতমিম (পরিচালক) আলহাজ্ব মাওঃ রফিকুল ইসলাম, ঢাকা মিরপুর জামিয়া ইসলামিয়ার খতিব ও মুহাদ্দিস আল্লামা মাসুম বিল্লাহ ফারুকী, মাওঃ শোয়াইব, মাওঃ ফেরদাউস, চকরিয়া জিননুরাইন মাদ্রাসার মুহতমিম (পরিচালক) আল্লামা আবদুর রহমান বদরী এবং সর্বশেষ বক্তা ছিলেন রাজঘাটা হোছাইনিয়া মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা ছৈয়দুল আলম আরমানী। সভাপতিত্ব করেন ইবনে আব্বাস (রাঃ) আল-ইসলামিয়া মাদ্রাসার ছদরে মুহতমিম আলহাজ্ব মাওঃ আবুল কালাম আজাদ, হ্নীলা জামিয়া দারুসসুন্নাহ’র মুহাদ্দিস আল্লামা ক্বারী মোখতার আহমদ।
পাগড়ী প্রাপ্ত ১৩ জন ক্ষুদে হাফেজ :
টেকনাফ ছোট হাবিবপাড়া বদিউর রহমানের পুত্র হাফেজ মোঃ কামাল, কম্বনিয়াপাড়া আবু সিদ্দিকের পুত্র হাফেজ নুরুল মোস্তফা, কাঞ্জরপাড়া মুফিজুর রহমানের পুত্র হাফেজ মোঃ ইউসুফ, মনিরঘুনা মাওঃ শাহ আলমের পুত্র হাফেজ মোঃ ইরফান, হোয়াইক্যং মাওঃ ছৈয়দ আহমদের পুত্র হাফেজ মোঃ ফুরকান, পশ্চিম সিকদারপাড়া হাফেজ আনোয়ারের পুত্র হাফেজ মোঃ আনস, পানখালী সিদ্দিক আহমদের পুত্র হাফেজ কায়সার মাহমুদ, দক্ষিণ লেদা সাবের আহমদের পুত্র হাফেজ মোঃ ইসমাইল, জাদীমুরা মাওঃ এনায়তুল্লাহর পুত্র হাফেজ মোঃ জুনাইদ, লেদা মৌলভীপাড়া মোঃ ইদ্রিসের পুত্র হাফেজ ওমর ফারুক, হোয়াইক্যং আমতলী মাওঃ জায়নুল আবেদীনের পুত্র হাফেজ মোঃ শোয়াইব, মুচনী মোঃ সিদ্দিকের পুত্র হাফেজ নুরুল ইসলাম, লম্বাবিল ছৈয়দ আলমের পুত্র হাফেজ মোঃ ফায়সাল। ২য় দিন ১৭ ফেব্রæয়ারী শনিবার বাদে মগরিব দস্তারবন্দী ও পুরস্কার বিতরণ করার পর হাফেজে কুরআনের মর্যাদা সম্পর্কে তকরীর পেশ করে দু’য়া করেন হ্নীলা জামিয়া দারুসসুন্নাহ’র মুহাদ্দিস আল্লামা মুফতী আবদুস শুক্কুর। এসময় ক্ষুদে হাফেজগণের অভিভাবক, মাদ্রাসার পরিচালক, সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, মুসল্লী এবং সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন। ছোট ছোট শিশু পবিত্র কুরআন সম্পুর্ণ মুখস্থ করে আনুষ্টানিকভাবে মাদ্রাসার পক্ষ থেকে পাগড়ী লাভ করায় অনেক অভিভাবক আবেগ আপ্লুত হয়ে তাৎক্ষণিক শিক্ষকদের বিভিন্ন উপহারে ভুষিত করেন।
পুরস্কারপ্রাপ্ত ১ম স্থান অর্জনকারী ৯ জন শিক্ষার্থী হলেন পঞ্জুমের নুরুল আমিন, শশুমের মোঃ সাদেক, হাপ্তমের শাহাব উদ্দিন, হাস্তমের মোঃ ইমরান, নাহুমের মোঃ শুয়াইব, মুতফররকার ছৈয়দুল আমিন, ইয়াজ দাহুমের মোঃ ইয়াসিন, হেফজ বিভাগের শাহেদ উল্লাহ, বালিকা ৪র্থ শ্রেনীর ফাতেমা আক্তার।
২য় স্থান অর্জনকারী ১০ জন শিক্ষার্থী হলেন পঞ্জুমের জাহেদ হোসাইন, শশুমের সাইদুর রহমান, হাপ্তমের আক্তার ফারুক, হাস্তমের মোঃ ইউনুস, নাহুমের মোঃ হোছাইন, মুতফররকার আবদুর রহমান, ইয়াজ দাহুমের আক্তার ফারুক, হেফজ বিভাগের মোঃ খুবাইব ও মোঃ ইব্রাহীম, বালিকা ৪র্থ শ্রেনীর ফারেসা আক্তার।
৩য় স্থান অর্জনকারী ৯ জন শিক্ষার্থী হলেন পঞ্জুমের গিয়াস উদ্দিন, শশুমের আবদুল্লাহ, হাপ্তমের জায়নুল আবেদীন, হাস্তমের কলিমুল্লাহ, নাহুমের নুরুল আমিন, মুতফররকার বেলাল উদ্দিন, ইয়াজ দাহুমের মোঃ ফেরদাউস, হেফজ বিভাগের মোঃ আনাস, বালিকা ৪র্থ শ্রেনীর তাসমিনা আক্তার।
নুরানী বিভাগে ১ম স্থান অর্জনকারী ৫ জন শিক্ষার্থী হলেন ৩য় শ্রেনীর রমিদা আক্তার, ২য় শ্রেনীর জেসমিন আক্তার, ১ম শ্রেনী ‘এ’ শাখার মোঃ খুবাইব, ‘বি’ শাখার আমিনা খাতুন, নার্সারী শাখার নাসিমা আক্তার।
২য় স্থান অর্জনকারী ৫ জন শিক্ষার্থী হলেন ৩য় শ্রেনীর জমিইয়াতুল খাইর, ২য় শ্রেনীর মোঃ ইসমাইল, ১ম শ্রেনী ‘এ’ শাখার মোঃ ফায়সাল, ‘বি’ শাখার মনোয়ারা আক্তার, নার্সারী শাখার মোঃ আরমান।
৩য় স্থান অর্জনকারী ৫ জন শিক্ষার্থী হলেন ৩য় শ্রেনীর ওমর ফারুক, ২য় শ্রেনীর আরাফাত হোছাইন, ‘এ’ শাখার মোঃ কাইস, ‘বি’ শাখার নুরুল মোস্তফা, নার্সারী শাখার সাইফুল ইসলাম।
কেন্দ্রীয় সনদ পরিক্ষায় অংশ নিয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী হেফজ সমাপ্তকারী বিশেষভাবে পুরস্কৃত ১জন শিক্ষার্থী হলেন লেদা ইবনে আব্বাস (রাঃ) আল-ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্টাতা পরিচালক (মুহতমিম) আলহাজ্ব মাওঃ ক্বারী শাকের আহমদের পুত্র মোঃ শাহেদুল্লাহ। অনুষ্টান পরিচালনায় ছিলেন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষা বিভাগের সহকারী মাওঃ মোঃ হারুন। ##
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।