বান্দরবান প্রতিনিধি :
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বান্দরবানে মাম্যাচিং -জেরী বিএনপির দু’গ্রুপের নেতাকর্মীরা স্মারকলিপি দিয়েছেন। রোববার সকালে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকর কাছে আলাদাভাবে লিখিত স্বারকলিপি দেন বিএনপির নেতারা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি’সহ নানা ধরণের হয়রানী বন্ধের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বান্দরবানে জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং এর নেতৃত্বে বিএনপি নেতা জসিম উদ্দিন তুষার, যুবদলের আহবায়ক আবু বক্কর, শ্রমিকদলের নেতা নূরুল ইসলাম এবং সাবেক সাংসদ সাচিং প্রু জেরীর নেতৃত্বে সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, বিএনপির নেতা মজিবর রশিদ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাছির চৌধুরী,মহিলা দলের নেত্রী নিরুতাজ বেগম, প্রমুখ উপস্থিত ছিলেন। স্বারকরিপি প্রদানকালে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় করে বিএনপির দু’গ্রæপের নেতারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা-বানোয়াট মামলায় সাজা দিয়ে দুই দশকের পুরনো জরাজির্ণ পরিত্যক্ত ভবনে অন্তরীন করে রাখা হয়েছে বলে অভিযোগ করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।