ডেস্ক নিউজ:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, রাজনীতি থেকে অবসর নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকেরই বিশ্রাম নেয়ার সময় চলে এসেছে।কারন তাঁর কথাবার্তার মধ্যে অসংলগ্নতা দেখা যাচ্ছে। শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আইন আদালত নিয়ে জনগণের সঙ্গে তামাশা করছেন বলে মন্তব্য করেন রিজভী ।

তিনি এসময় উল্লেখ করেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একাবার বলছেন জেলখানা আরাম আয়েশের জায়গা নয়, পরক্ষণেই বলছেন-কারাগার শান্তিতে থাকার জায়গা। সেখানে তিনি বিশ্রাম নেবেন। তাঁর অসংলগ্ন কথাবার্তা প্রমান করে তিনি অবসর নেয়ার সময় হয়েছে।

এসময় রিজভী বলেন, আইন মন্ত্রীর গতকালের ভাষ্যেই প্রমান হয়-বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মনের মাধুরী দিয়ে সাজানো মামলা, অন্যায় রায় এবং এখনও রায়ের কপি না দেয়ার কলকাঠি নাড়ছে সরকার।

বিএনপির এ নেতা অভিযোগ করেন, ওবায়দুল কাদের উস্কানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছেন। গণতান্ত্রিক নির্বাচনের ভয়েই দেশনেত্রীকে মিথ্যা মামলা দিয়ে আটক করা হয়েছে।