এম.মনছুর আলম, চকরিয়া:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা,সাজানো ও রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত মামলায় সাজা প্রদানের প্রতিবাদে এবং নি:শর্ত মুক্তির দাবিতে গণস্বাক্ষর অভিযান কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে আনুষ্টানিক ভাবে শুরু করেছে কক্সবাজারের চকরিয়া পৌরসভা বিএনপি।শনিবার(১৭ফেব্রুয়ারী) সকাল ১০টায় পৌরসভা বিএনপি কার্যালয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন চকরিয়া পৌরসভা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম হায়দার।
উক্ত গণস্বাক্ষর কর্মসূচীর উদ্বোধন অনুষ্টানে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এস এম আবুল হাসেম,চকরিয়া পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক অধ্যাপক ফখরুদ্দীন ফরায়েজী,যুগ্ন আহবায়ক ও সাবেক ছাত্রনেতা এম মোবারক আলী,সাবেক সিনিয়র যুগ্ন সম্পাদক এম আবদুর রহিম,সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি সদস্য মো:গিয়াস উদ্দিন, সাবেক অর্থ সম্পাদক নুরুল আমিন কমিশনার,চকরিয়া পৌরসভা যুবদলের সভাপতি মাহমুদুল করিম,সিনিয়র সহ-সভাপতি একরামুল হক,সাধারণ সম্পাদক শহিদুল হক,সাংগঠনিক সম্পাদক মো:নুরুল আলম,অর্থ সম্পাদক ফারুক রানাসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গণস্বাক্ষর কর্মসূচী বিষয়ে চকরিয়া বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার বলেন, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারা দেশের ন্যায় চকরিয়া পৌরসভা বিএনপি পৌরসভার আওতাধীন ৯টি ওয়ার্ড ও সাংগঠনিক ওয়ার্ডে এ গণস্বাক্ষর অভিযান শুরু করেছে।প্রত্যেক ওয়ার্ডে দলীয় সিদ্ধান্তের আলোকে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচী অব্যাহত রাখবেন বলে তিনি জানান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।