মোহাম্মদ হোসেন, হাটহাজারী,:
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নাজিরহাটে একজন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। ১৭ ফেব্রুয়ারি শনিবার সকাল দশটার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের নাজিরহাট মেডিকেল রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম নুরুল অাবছার (৪৪) । সে হাটহাজারী উপজেলার চারিয়া ইউনিয়নের নুর অাহমদ তালুকদার বাড়ীর দেলা মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটর সাইকেলটি মানিকছড়ি যাওয়ার পথে নাজিরহাট মেডিকেল রাস্তার মাথা সংলগ্ন এলাকায় অাসলে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে অাসা ট্রাকটি মোটর সাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অাবছারের মৃত্যু হয়।
এ ঘটনায় ইয়াছিন(৩৫) নামের অপর একজন গুরুতর অাহত হওয়ার খবর পাওয়া গেছে। তাকে অাশঙ্কাজনক অবস্থায় চমেক এ প্রেরণ করা হয়েছে। তিনিও একই এলাকার নুরুল অালমের ছেলে। পুলিশ পিছু নিয়ে ঘাতক ট্রাক (চট্ট মেট্রো ট ৪১২৪) টি’কে অাটক করে।
নাজিরহাট পুলিশ ফাঁডির ইনচার্জ এস.অাই মজিবুর রহমান বলেন, ‘চাপা দিয়ে চালক ট্রাক নিয়ে পালিয়ে যেতে চেষ্টা করে। চালক পালিয়ে গেলেও অামরা পিছু নিয়ে ঘাতক ট্রাকটি অাটক করতে সক্ষম হই।