এম.জিয়াবুল হক,চকরিয়া :
চকরিয়া উপজেলার পুর্ববড়ভেওলা ইউনিয়নের কালাগাজী সিকদারপাড়াস্থ মরহুম মাস্টার হায়দার আলী স্মৃতি সংসদের আয়োজনে গতকাল ১৬ ফেব্রুয়ারী রাতে চর্তুথ মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। স্থানীয় কালাগাজী সিকদারপাড়া মরহুম ফেরদৌস আহমদ চৌধুরী স্টেডিয়ামে ক্রীড়া সংগঠক আবু কাওছার প্রদত্ত গোল্ডকাপ টুর্ণামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কক্সবাজার জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ ফজলুল করিম সাঈদী। উদ্বোধনী খেলায় স্থানীয় কালাগাজি সিকদারপাড়া মায়ের দোয়া ফাইভ স্টার ক্লাব বনাম চট্টগ্রামের বাকলিয়া আবাসিক ক্রীড়া সংস্থা মুখোমুখি হয়।
মরহুম মাস্টার হায়দার আলী স্মৃতি সংসদের সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে স্থানীয় কালাগাজী সিকদারপাড়া মরহুম ফেরদৌস আহমদ চৌধুরী স্টেডিয়ামে ক্রীড়া সংগঠক আবু কাওছার প্রদত্ত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, কফিল উদ্দিন মেম্বার, চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুহেনা মোস্তাফা কামাল, উপজেলা যুবলীগ নেতা সেলিম উদ্দিন, মিজানুর রহমান, সাদ্দাম সোহেল। উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক বাহার উদ্দিন সিকদার, বিএমচর ছাত্রলীগের নেতা মোহাম্মদ আরাফাত, ছাত্রলীগ নেতা শাকিব, স্থানীয় সুধীজন ও ক্রীড়ানুরাগী লোকজন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ ফজলুল করিম সাঈদী বলেন, জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বর্তমান সরকারের আমলে আলোর মুখ দেখেছে দেশের ক্রীড়াঙ্গন। বর্তমানে দেশের ক্রীড়্ঙ্গান নতুনভাবে বিকশিত হচ্ছে। দেশের প্রত্যন্ত জনপদে আজ তারকা খেলোয়াড় তৈরী হচ্ছে। এসবের পেছনে অবদান রয়েছে বর্তমান সরকারের। কারণ সরকার ইতোমধ্যে দেশের প্রতিটি উপজেলা সদরে একটি করে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করছে। যাতে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা এই স্টেডিয়ামে খেলাধুলা করে নিজেকে দক্ষ ও তারকা খেলোয়াড় হিসেবে তৈরী করতে পারে।
ফজললু করিম সাঈদী বলেন, বর্তমান সরকার সর্বপ্রথম দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গমাতা-বঙ্গবন্ধু গোল্ডকাপ শুরু করেছে। টুর্নামেন্টে অংশ হিসেবে ছোট শিক্ষার্থীরা অসাধারণ নৈপুর্ণ দেখিয়ে দেশসেরা হচ্ছে। তাই আমাদেরকে গ্রামের প্রতিটি জনপদে খেলাধুলাকে আরো জনপ্রিয় করতে হবে। খেলাধুলায় জড়িত থাকলে এলাকার তরুন যুবকরা কোন ধরণের অপরাধে সম্পৃক্ত হয়না। মাদক ও অপরাধমুক্ত সমাজ বির্নিমানে জননেত্রী শেখ হাসিনা তরুন ও যুবসমাজের মাঝে খেলাধুলাকে জনপ্রিয় করতে সতেষ্টকাজে কাজ করছেন। #
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।