প্রেস বিজ্ঞপ্তিঃ
১৬ ফেব্রুয়ারি শুক্রবার ইউনুছখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলে অনুষ্ঠিত হলো মহেশখালী-কুতুবদিয়া ভিত্তিক ‘আইল্যান্ড কমার্শিয়াল ইউনিট(আই.সি.ইউ) বার্ষিক সাধারণ সভা । অত্যেন্ত আনন্দ ঘন পরিবেশে অনুষ্ঠিত এই বার্ষিক সাধারণ সভায় সদস্যদের সমাগম হয়। ইউনিট এর মোহাম্মদ আলমগীর এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় ২০১৭ সালের ১ সেপ্টেম্বর থেকে ১৬ ফেব্রুয়ারি ২০১৮ পর্যন্ত অর্থ-বছরের অডিটর মোহাম্মদ আলমগীর, মোস্তফা কামাল আজাদ ও মোহাম্মদ নেছার কর্তৃক প্রস্তুতকৃত বার্ষিক অডিট রিপোর্ট উপস্থাপন করা হয়। সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত প্রায় সদস্য নতুন মেম্বার সমিতির মেম্বারশিপ গ্রহণ/নবায়ন করে মাধ্যান্ন ভোজের পর দুপুর ২ টা থেকে ৪ টা পর্যন্ত সদস্য ফরম সংগ্রহ ও জমা নেয়া হয়। আইল্যান্ড কমার্শিয়াল ইউনিট এর ২০১৭ সালের বার্ষিক রিপোর্ট মোহাম্মদ আলমগীর উপস্থাপন করেন।
উপস্থাপিত রিপোর্টটি সভা কর্তৃক সর্বসম্মতভাবে অনুমোদিত ও গৃহীত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ আলমগীর। ২০১৭ সালের কার্যনির্বাহী কমিটি কর্তৃক বিভিন্ন উন্নয়নমূলক কর্মতৎপরতা এবং কর্মতৎপরতার ভিত্তিতে ২০১৭ সালের বার্ষিক প্রতিবেদন সভায় উপস্থাপন করেন। প্রতিবেদনটি সর্বসম্মতভাবে সভায় অনুমোদিত ও গৃহীত হয়। সভায় সবার সম্মতিতে কার্যনির্বাহী কমিটির সভাপতি মোহাম্মদ আলমগীর, সাধারণ সম্পাদক এডভোকেট মিজান রাসেদ, অর্থ সম্পাদক মোহাম্মদ নেছার মনোনিত করা হয়। আইল্যান্ড কমার্শিয়াল ইউনিট এর অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাবশালী সদস্য মোহাম্মদ আসিফ হাসান, জাকের হোছাইন, মোহাম্মদ আমিন, কাইছার আলম, মনোয়ার হোসেন, জহিরুল ইসলাম, কামরানুল হক (হিল্লোল), মোহাম্মদ আমির হোছাইন।
এদিকে অসংখ্য নতুন সদস্যের আবেদন থাকায় প্রতিষ্ঠাকালীন সকল সদস্যদের মতামতের ভিত্তিতে তিন জন নতুন সদস্য মোহাম্মদ আনোয়ার পারভেজ, নাজেম উদ্দিন ও শাহনেওয়াজ কে সদস্য হিসেবে নেওয়ার সভা কর্তৃক সর্বসম্মতভাবে অনুমোদিত ও গৃহীত হয়। বার্ষিক সাধারণ সভা (এজিএম)-এর দ্বিতীয় সেশনে কার্যকরী কমিটি সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়।