সিবিএন:
কক্সবাজার জেলা পরিষদের চতুর্থ শ্রেনীর কর্মচারীদের ৭ স্টাফ কোয়ার্টার আগুনে পুড়ে ছাই গেছে। ১৬ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার শহরের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কোয়াটারে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোয়াটারের ২নং বাসা জেলা পরিষদের ৪র্থ শ্রেনীর কর্মচারী সিরাজের বাসার ফ্রিজের সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। পরক্ষনে আগুনের লেলিহান সর্বত্র ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিস দল আসার আগেই পুড়ে সব ছাই হয়ে যায়। আগুনে কর্মচারী মো: সিরাজ, জসিম উদ্দিন, শিবু, হান্নান, সালাহ উদ্দিন, কামরুল ও মিথুর বাসার সব জিনিসপত্র ও মূল্যবান কাগজপত্রাদি পুড়ে যায়।

কক্সবাজার ফায়ার সার্ভিস কর্মকর্তা আবদুল মালেক জানান, আগুনের সুত্রপাতের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ছুটে গিয়ে নিয়ন্ত্রণের আপ্রাণ চেষ্টা করেন। এ রিপোর্ট লেখাকালিন ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। সর্বশেষ জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো: সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।