হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :
টেকনাফ সীমান্তের শীর্ষ ত্রাস খ্যাত ডাকাত আব্দুল হাকিমের অন্যতম এক সহযোগীকে আটক করেছে জনতা।
পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপ-পুলিশ পরিদর্শক মাহির উদ্দিন খাঁনের নেতৃত্বে একদল পুলিশ ডাকাত হাকিমের আস্তনায় অভিযান চালিয়ে তার শ্যালক টেকনাফ পৌর এলাকা পুরান পল্লানপাড়ার জহির আহমদের পুত্র মো: রফিককে (২৫) আটক করেন। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাইন উদ্দিন খাঁন সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন ‘ধৃত মোঃ রফিকের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে’।