সংবাদ বিজ্ঞপ্তি:

কক্সবাজার শহরের কাছাকাছি ইউনিয়ন ছনখোলা মডেল হাইস্কুলের তিনদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাহিত্য-সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে সদর ইউএনও নোমান হোসেন বলেছেন, শিক্ষার্থীদের ইংরেজী এবং কম্পিউটার জ্ঞানী হতে হবে। পাশাপাশি নিজের মাতৃভাষাটাকে সত্য ভাবে উচ্চারণ করতে হবে।

তিনি বলেন, শিক্ষার কোন বিকল্প নেই, শিক্ষতে হবেই। আপনার বাচ্চাই অনেক দূরে নিয়ে যাবে। আপনার বাচ্চা আমার মতো পজিশনে যাবে। বড় প্রশাসনিক অফিসার হবে, ইউএনও, ডিসি, সচিব বড় পুলিশ অফিসার, সেনাবাহিনীর অফিসার হবে। তাদেরকে শিক্ষার আলো দেখাতে হবে। তখনই ছনখোলার মতো এইঅঞ্চল দারিদ্রমুক্ত, বেকারমুক্ত এবং উন্নয়নের দ্বারপ্রান্তে চলে যাবে।

ইউএনও বলেন, এই এলাকায় কোন ধরণের বাল্য বিবাহ হবে না। যদি কেউ বাল্য বিবাহের সাথে যুক্ত থাকে, ১৮ বছরের আগে কোন মেয়ের বিয়ে হয় সে সেই মেয়ের অভিভাবক, স্কুলের শিক্ষকসহ যারা যারা জড়িত প্রত্যেককে কিন্তু আমি ধরে নিয়ে আসবো বলে কঠোর হুশিয়ারী উচ্চারণ করেন। । তিনি স্কুলের অভিভাবদের উদ্দেশ্যে বলেন, আপনার সন্তান কোথায় যায়, কার সাথে মিসছে, রাত কইটা পর্যন্ত বাইরে থাকে; কোন মাদক বা সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত কিনা এইটা জানার দায়িত্ব আপনি অভিভাবকের। তিনি বক্তব্যের মাঝে ওই এলাকাতে কোন ধরণের মাদক, ইয়াবা ব্যবসায়ী থাকলে তাকে জানার জন্য সবার মাঝে নাম্বার ছড়িয়ে দেন। সঙ্গে সঙ্গে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে জনিয়ে দেন।

তিনি স্কুলের ব্যাপারে বলেন, আমি না আসলে বুঝতে পারতাম না-স্কুলটা এতো খারাপ অবস্থায় আছে। রাস্তুা-ঘাটগুলো এতো ঝরাজীর্ণ অবস্থায় আছে। তিনি স্কুলের সভাপতি শিক্ষানোরাগী মাষ্টার উছিউর রহমানকে সদর উপজেলায় দেখা করতে বলেছেন।

ওই সময় বক্তব্যকালে তিনি স্কুলকে যথেষ্ট পরিমাণ আর্থিক সহায়তার ঘোষণা দেন। তিনি স্কুলের দেশের গান নিয়ে ডিসপ্লে, কুকাওয়াজ, ও সুন্দর অনুষ্ঠান দেখে মুগ্ধ হন।

ছনখোলা মডেল হাইস্কুলের তিনদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাহিত্য-সাংস্কৃতিক ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানের সমাপনী দিনে বিশেষ অতিথির বক্তব্যে সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সেলিম উদ্দিন বলেন-ছনখোলা মডেল হাইস্কুল জেলায় অসংখ্য স্কুলে মাজেও কুচকাওয়াজে অংশগ্রহণ করে কয়েকবার চমকপ্রদ সাফল্য অর্জন করেছে।

বক্তরা শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা কচিকাঁচা শিক্ষার্থীরা ধারাবাহিক সফলতা অর্জন করায় মহান আল্লাহর দরবারে শোকরিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পিএমখালী চেয়ারম্যান, মাষ্টার আব্দুর রহিম।

সভায় বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন, খুরুশকুল উচ্চ বিদ্যালয়ের অব:প্রধান শিক্ষক মো: হোসাইন, ছনখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হামিদ, ছনখোলা ১ নং ওয়ার্ডের এমইউপি সদস্য আবদুল হামিদ (ভাইয়া) ২ নং ওয়ার্ডের হাফেজ রমজান আলী, মহিলা এমইউপি সদস্য খালেদা আক্তার, কক্সবাজার ভিশন ডটকমের চীপ রিপোর্টার ও দৈনিক আজকের কক্সবাজার পত্রিকার স্টাফ রিপোর্টার মাহিউদ্দিন মাহী, আবদুর রহমান সোহেল, বিশিষ্ট ব্যবসায়ী আল মদিনা অটো হাসের সত্ত্বাধিকারী আহসান উল্লাহ হাসান, মো: আলম বিজিবি, জিয়াউল হক জিয়া, ডা. আব্দু শুক্কুর।

ছনখোলা মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক জাকের হোছাইন, শিক্ষক আবদুল্লাহ আল মাহমুদ, সাদ্দাম হোসেন, আরিফুর রহমান, মাহবুবুল আলম, বেবী তাসনীম সোমাইয়া আক্তার মুন্নি প্রমুখ।